Weather Update: মাত্র ২৪ ঘণ্টায় অনেকটাই কমে গেল এই দুই জেলার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি থেকে আজ কমে ৩১ ডিগ্রিতে চলে আসতে পারে। অন্তত তেমনই বলছে হাওয়া অফিস। 


রঙের উৎসবে সকাল থেকেই আজ হাওয়া দিচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যাতে গরম কিছুটা কম হলেও সূর্যের তাপ কমেনি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে গরমের সঙ্গে আদ্রতা আজ সেভাবে নাও ভোগাতে পারে। অন্তত তেমনই বলছে হাওয়া মোরগ। 


আজ সকাল থেকেই হালকা হাওয়া বইবে দুই দিনাজপুরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল ৮টার মধ্য়েই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ২১ ডিগ্রিতে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে পরিষ্কার আকাশের সাক্ষী থাকবে দুই জেলাবাসী।


মঙ্গলবার উত্তর দিনাজপুরে বাতাসে আদ্রতার পরিমাণ থাকতে পারে ৮৭ শতাংশ। আজ গতকালের থেকে ৩ ডিগ্রি কমতে পারে জেলার তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে গরমের দাপাদাপি জারি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আজ উত্তর দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রির বেশি।   


মঙ্গলবার সারাদিন পরিষ্কার আকাশের পাশাপাশি ভোগাবে বাতাসে আদ্রতার পরিমাণ। দক্ষিণ দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। দুই জেলাতে বাতাসে আদ্রতার পরিমাণ হতে পারে সর্বোচ্চ ৮৭ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দুই দিনাজপুরে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে।  সন্ধ্যের পর থেকে কিছুটা হলেও স্বস্তি জোগাবে হাওয়ার গতিবেগ। 


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি