সনৎ ঝাও ও মোহন প্রসাদ, দার্জিলিং: খগেন মুর্মুর পর এবার রাজু বিস্ত। ফের এক বিজেপি সাংসদের কনভয়ে হামলার অভিযোগ। সুখিয়া পোখরির কাছে বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ। পাথরের আঘাতে ভাঙল গাড়ির উইন্ড স্ক্রিন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, সুখিয়া পোখরির কাছে মাসধুরায়।

Continues below advertisement

সূত্রের খবর, দুর্গত রিম্বিক, লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ সেই সময় গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিজেপি সাংসদের গাড়িতে না লাগলেও, পাথর লাগে তাঁর পিছনের গাড়িতে। ভেঙে যায় উইন্ড স্ক্রিন।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, 'তিনসুকিয়া থেকে ঘুরে রাস্তা দিয়ে আসছিলাম। আমার গাড়িতে কেউ সজোরে পাথর মেরেছে। ভাগ্য ভাল যে কারও মাথায় চোট লাগেনি, এই কারণে কেউ হতাহত হয়নি। যদি কেউ এটা ভেবে নেয় যে কাউকে পাথর মেরে ভাগিয়ে দেব, আমার মনে তাঁর এই ভুল ধারণা নিয়ে থাকা উচিত না। আইন নিজের কাজ করুক।'

Continues below advertisement

গত সপ্তাহে, ধস-বিধ্বস্ত মিরিকে যান, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। গোপালধারা চা বাগানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে, হর ঘর জল প্রকল্পে, পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও, কল থেকে জল পড়ে না। সেখান থেকেই পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজু বিস্ত। ভাইরাল হয় সেই ভিডিও। 

এ নিয়ে X হ্যান্ডলে বিজেপি সাংসদ রাজু বিস্ত লিখেছেন, 'কলকাতার প্রতি অনুগতরা যদি ভাবেন যে, এই ধরনের আক্রমণে আমরা হতাশ হব, তাহলে তাঁরা ভুল ভাবছেন। আমরা ভীত নই, এবং এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবলকে আরও বাড়িয়ে তোলে। আজ যাঁরা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন তাঁদের আমি সতর্ক করে দিচ্ছি, আমরা আপনাদের হীন প্রচেষ্টা সফল হতে দেব না। আমরা পাহাড়ে স্থায়ী শান্তির জন্য কাজ করব, এবং পৃথিবীর কোনও শক্তিই তা থামাতে পারবে না।'

তবে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, 'তৃণমূল হিংসায় বিশ্বাস করে না, তারা এ ধরনের কাজ করে না।' 

এর আগে ৬ তারিখ, দুর্গত এলাকায় ত্রাণ বিলি করতে গিয়ে, নাগরাকাটায় হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর আহত হন দু'জনই। ১২ দিনের মাথায় ফের এক বিজেপি সাংসদের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল।