জলপাইগুড়ি: সতর্কতা ছিল আগেই। সেইমতোই হল ভারী বৃষ্টি। সঙ্গে তাল মিলিয়ে ধস আর বান। তাতেই একেবারে বিপর্যস্ত জনজীবন। ধসে চাপা পড়ে মৃত ২। মিরিকের সৌরেনি এলাকায় ধসে মৃত্যু ২ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা আপাতত ১০। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আরও ভারী বৃষ্টিরও আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি শুধু মানুষ নয়, বিপন্ন বন্যপ্রাণও।
উত্তরবঙ্গের বিপর্যয়ে বিপন্ন বন্যপ্রাণ। জলে ভেসে গেল গন্ডার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি। একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি। শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে মহানন্দা নদীতে হরপা বান। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ। ঘরছাড়া বহু মানুষ। স্থানীয় স্কুলে আশ্রয় ঘরছাড়াদের। দুর্যোগের জেরে দার্জিলিঙের টাইগার হিল, রক গার্ডেন-সহ সব পর্যটনস্থল বন্ধ করার কথা জানিয়েছে প্রশাসন। ধস, খারাপ রাস্তার জেরে বিজ্ঞপ্তি জারি করেছে জিটিএ।
টানা বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার। সারি সারি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক। জলে ভাসছে গোটা এলাকা। প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবাও। বানারহাটের রেল ট্র্যাকে জমে জল বিপত্তি। বাতিল ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদা-আলিপুরদুয়ার এক্সপ্রেস ও আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেস।
উত্তরবঙ্গে এমন পরিস্থিতিতে, দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে জল, খাবার, ওষুধের মতো ত্রাণ সামগ্রীতে বিশেষ গুরুত্ব দেওয়ারও আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাতে চরম ক্ষতিগ্রস্ত দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়ং-এর মতো এলাকা। দুর্যোগে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। মুখ্যসচিবের কাছে অনুরোধ, অবিলম্বে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও সাহায্য পাঠানো হোক। যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা হোক। উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাই এখন আমাদের সবার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।'
'দার্জিলিঙে ব্রিজ ভেঙে মৃত্যুতে শোকাহত, আহতদের দ্রুত সুস্থা কামনা করি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।', শোকজ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কালই পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।