রাজা চট্টোপাধ্যায়, কালিম্পং: রাজ্যজুড়ে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টি চলছেই। তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। এরই মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। পাহাড়ি নদীর জলে আটকে গেল স্কুল বাস।
পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুবাথান অঞ্চলের যুদ্ধ বীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাবার পথে ভয়াবহ ঘটনা ঘটে। ফাগু ঝোড়া পেরোতে গিয়ে একটি ছোটো গাড়ি হরপা বানের জলে আটকে পরে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গাড়িতে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে।
তবে দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করায় গাড়িতে থাকা ছাত্র ছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। হতাহতের কোনো খবর নেই, এমনটাই স্থানীয় সূত্রে খবর।
এদিকে, মালবাজারেও পরিস্থিতি ভয়াবহ, সামলাতে নামল সেনা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে। মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় গাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি, দাবি শহরবাসীর। ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা।
আরও পড়ুন, কেরিয়ার চমকাবে সোনার মতো, এই মাসে এই জাতকদের ঘরে আসবেন মহালক্ষ্মী
অন্যদিকে, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল রাত থেকে জলপাইগুড়ির সমতলে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড এবং সদর ব্লকের আসাম মোড় সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা তিস্তা ও করলার জলে ভাসছে। এদিকে, তিস্তায় জলস্ফীতির কারণে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। অন্যদিকে, কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঊনত্রিশ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ ছিল যান চলাচল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে