নয়াদিল্লি: আর মাত্র ৩ দিনের অপেক্ষা। মুক্তির অপেক্ষায় 'মির্জাপুর সিজন ৩' (Mirzapur Season 3)। ৫ জুলাই থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে গদির লড়াই। দর্শকের পছন্দের আলি ফজল (Ali Fazal), রসিকা দুগ্গল, পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা ত্রিপাঠি, বিজয় ভার্মা যেমন ফিরবেন এই সিজনে, তেমনই শোনা যাচ্ছে সকলের প্রিয় ফুলেরা গ্রামের 'সচিবজি'কেও নাকি দেখা যাবে 'মির্জাপুর'-এ। আলি ফজল কী জানালেন?


'পঞ্চায়েত'-এর সচিবজি এবার 'মির্জাপুর ৩'-এ?


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত সিজন ৩'। বলাই বাহুল্য দর্শকের মন আবারও জয় করেছেন সচিবজি। শোনা যাচ্ছিল 'মির্জাপুর ৩'-এ নাকি এবার ক্যামিও করবেন তিনি, অর্থাৎ জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। সেই জল্পনায় সিলমোহর দিলেন আলি ফজল স্বয়ং।


সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলি জানান যে একটি 'ক্রস প্রোমোশন' হবে। তিনি বলেন, 'এটি ক্রস-প্রোমোশন। আমরা করেছি এটা।' সচিবজির চরিত্রেই জিতেন্দ্র কুমারকে 'মির্জাপুর ৩'-এর দুটি পর্বে দেখা যাবে বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। কালীন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠি) মৃত্যু সংক্রান্ত কিছু কাগজপত্রের কাজ করতে দেখা যাবে সচিবজি ওরফে জিতেন্দ্র কুমারকে। 


এই সিজনের কথা প্রসঙ্গে আলি বলেন, 'কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে আমরা হারাচ্ছি কিন্তু কিছু নতুন চরিত্র পাচ্ছি। এক অন্যরকমের প্রস্তুতির মধ্যে দিয়ে আমি গিয়েছি, যা বেশ মজার ছিল।' এই সিজনে দেখা যাবে না দিব্যেন্দু ওরফে মুন্না ভাইয়াকে। 


কে সর্বেসর্বা? সিংহাসনের লড়াইয়ে কে জিতবে? 


খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াই, 'মির্জাপুর ৩'-র ট্রেলারের পরতে পরতে দেখা মেলে এসবেরই। জনপ্রিয় এই সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে আলি ফজল অভিনীত গুড্ডু পণ্ডিত পূর্বাঞ্চলের শীর্ষস্থানে পৌঁছতে চাইছে। পঙ্কজ ত্রিপাঠির কালীন ভাইয়াকে সরিয়ে সকলের ওপরে রাজত্ব করতে চায় গুড্ডু। তাকে সাহায্য করতে হাজির শ্বেতা ত্রিপাঠি এবং কালীন ভাইয়ার স্ত্রী, যে চরিত্রে দেখা যায় রসিকা দুগ্গলকে। গুড্ডুর সংলাপেই বোঝা যায় যে হিংসা-মারপিট করেই সবটা আদায় করতে জানে সে। 


আরও পড়ুন: Hina Khan: অ্যাওয়ার্ড শো সেরে সোজা হাসপাতালে, কেমোথেরাপি শুরু হিনা খানের


'মির্জাপুর ৩' এর আগের দু'টি সিজনের সেই থ্রিলিং গল্প বলার ধরণ, এবং রক্তপাত মারপিট সবটাই চলবে এবারেও। ক্ষমতার লোভ যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার উদাহরণ এই সিরিজ। নতুন সিজন আগেরগুলোর থেকেও কয়েক ধাপ এগিয়ে হবে বলে আশা নির্মাতাদের। গল্প নতুন ও আকর্ষণীয় মোড় নেবে বলে আশা অনুরাগীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।