উত্তরবঙ্গ: আর জি কর-কাণ্ডের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা। দুর্নীতির অভিযোগে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল, অধ্যক্ষকে 'চোর চোর' স্লোগান। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীন অধ্যক্ষকে ঘেরাও। অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ শিক্ষক ও পড়ুয়াদের। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি বলে অভিযোগ। বর্তমান ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বে নির্বাচনের দাবি ছাত্রদের।


 সন্দীপকে সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যে বিরূপাক্ষ বিশ্বাসকে সরাল স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিক্যাল থেকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে আনা হল কাকদ্বীপে। ৯ অগাস্ট ঘটনার দিন আর জি কর মেডিক্যালেই ছিলেন বিরূপাক্ষ। কেন তিনি আর জি কর মেডিক্যালে গিয়েছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 'আর জি কর মেডিক্যালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে', আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করল সিবিআই। 'সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে অ্যাকাডেমিক ফান্ডের টাকায় মেটানো হত ঠিকাদারদের বিল'
এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে একই অভিযোগে টালা থানার দ্বারস্থ হন আরও একজন। সেই সময় টালা থানা ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষকে।


আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান। ওন্দায় ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী, সমর্থকদের, বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। রায়গঞ্জ ও ইসলামপুরেও একই ছবি। পাঁশকুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকে পড়েন বিজেপি কর্মী, সমর্থকরা। এরপর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আর জি কর-কাণ্ডের আবহে দিকে দিকে প্রতিবাদ। এর মধ্যেই বুধবার বিডিও অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই অভিযান ঘিরে জেলায় জেলায় দেখা গেল অশান্তির ছবি।


আরও পড়ুন, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, বাতিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক !


এদিন ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপির বিডিও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। বিজেপি কর্মী, সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এখানেই ওন্দার বিডিও-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, বিধায়ক না থাকলে, আমি ওর এক চড়ে দুটো গালকে নড়িয়ে দিতাম। সবসময় বিডিও অফিসে চাবি দিয়ে থাকে। উনি তো ডেভেলপমেন্ট অফিসার, ওঁর কীসের ভয়? কনট্রাক্টরদের সঙ্গে সেটিং করে টাকা খায় । টাকার জন্যই ওকে এখানে পাঠিয়েছে।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।