আবির দত্ত, নাগরাকাটা : নাগরাকাটা কাণ্ডে গ্রেফতার ২। বিজেপি নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, একজনকে নাগরাকাটা থেকে এবং আরেক জনকে জয়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গত সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা। সেখানে তাঁদের উপর হামলা হয়। পিছন থেকে ধাক্কা মারা হয় শঙ্কর ঘোষকে। অন্যদিকে, মাথা ফেটে যায় খগেন মুর্মুর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ।
যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম এফআইআর- এ ছিল কিনা, কিংবা বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদকে হামলার ঘটনায় এই ২ জনের কী ভূমিকা ছিল, তা সরকারি ভাবে এখনও স্পষ্ট করা হয়নি। সোমবার ঘটেছিল ঘটনা। দু'দিন পর বুধবার প্রথম গ্রেফতারি। সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার ২ ধৃতকে আদালতে পেশ করা হবে। সোমবারই বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার কড়া সমালোচনা করে সরব হয়েছেন রাজ্যপাল। অন্যদিকে, আহত খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। এখনও বৃষ্টি পুরোপুরি থামেনি। তবে দাপট এবং পরিমাণ কিছুটা কমেছে। আগামী দিনে আরও কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি যে এখনই পুরোপুরি থামছে না, সেই আভাসও দেওয়া হয়েছে। এই বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেরই জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হামলা হয় তাঁদের উপর। গুরুতর ভাবে জখম হন খগেন মুর্মু। মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজ্য-রাজনীতি। বিরোধীদের দাবি হামলা চালিয়েছে শাসক দলই। এই ঘটনায় অবশেষে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের নাম, পরিচয় প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, নাগরাকাটায় বিজেপির সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় এখনও জনরোষের তত্ত্বে অনড় রয়েছে তৃণমূল।