অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ভয়াবহ দুর্যোগে পর্যুদস্ত উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রবিবারে ৪ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে গেল মানুষের জীবন। প্রকৃতির তাণ্ডবে মৃত্যু হল ৫ জনের, আহত হলেন প্রায় ২০০ জন। ঝড়ের অভিঘাতে তছনছ উত্তরবঙ্গের অনেক এলাকা। তড়িঘড়ি রাতেই ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আর সোমবার সকালে ঝড়বিধ্বস্ত উত্তরবঙ্গে গেলেন  রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবারের মতো কি সোমবারও প্রকৃতি খেলা দেখাবে উত্তরে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? 

উত্তরবঙ্গে আজও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টি বা প্রবল ঝড়ের আশঙ্কার কথা শোনাচ্ছে না আবহাওয়া দফতর। তবে হালকা বৃষ্টি চলতেই পারে। সকাল থেক থেকে কখনও মেঘ, কখনও রোদ। কালকের দুর্যোগের ধ্বংসলীলার ছাপ এখনও স্পষ্ট হলেও আকাশে দুর্যোগের ইঙ্গিত আর নেই।  

অন্যদিকে, দার্জিলিংয়ের উচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু তিন দিনে যে কোনও সময় হালকা তুষারপাত হতে পারে।   বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের বিভিন্ন জেলায় । সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। 

অন্যদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে গরম বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী হবে পারদ। বাঁকুড়ায় গতকালই ৪০ পেরিয়েছে তাপমাত্রা, পুরুলিয়াও ৪০ ছুঁইছুঁই। এই সপ্তাহে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে কোনও কোনও জেলার
তাপমাত্রা। 

১ এপ্রিল , ২০২৪ - কেমন থাকবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকাগুলির তাপমাত্রা , বৃষ্টিপাতের সম্ভাবনাই বা কতটা ?

জানাচ্ছে মৌসম ভবন ( https://mausam.imd.gov.in/ )

১ এপ্রিল , ২০২৪ 
এলাকা  সর্বোচ্চ তাপমাত্রা  (oC) সর্বনিম্ন তাপমাত্রা  (oC) বৃষ্টিপাত (mm)
বহরমপুর  35.0 (31/03) NA NA
কোচবিহার 31.6 (31/03) NA NA
দার্জিলিং 22.2 (31/03) NA NA
কালিম্পং 25.0 (31/03) NA NA
মালদা  37.6 (31/03) NA NA

আগামী ৩ দিন কেমন থাকবে জলপাইগুড়ির তাপমাত্রা ? জানাল https://city.imd.gov.in/ 

 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
01-Apr 22.0 34.0
Partly cloudy sky
02-Apr 21.0 33.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
03-Apr 22.0 34.0
Partly cloudy sky
04-Apr 22.0 34.0
Partly cloudy sky

আরও পড়ুন : 

 উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব, ধাক্কা এবার দক্ষিণে ? কী জানাল আবহাওয়া দফতর ?