কলকাতা : উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তারপর দু-তিন দিন একই রকম থাকবে।উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে।
সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাতে। দিনের তাপমাত্রা অনেকটা নেমে যাবে, তাই শীতল দিনের পরিস্থিতিই বজায় থাকছে ।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
এক নজরে দেখে নেওয়া যাক, উত্তরবঙ্গের তাপমাত্রা নিয়ে কী বলছে মৌসম ভবনের ওয়েবসাইট ( mausam.imd.gov.in )
Date: 2024-01-19 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Coochbehar | 21.6 (18/01) | -2 | 7.4 | -2 | 90 | 84 (18/01) | NIL |
Darjeeling | 11.2 (18/01) | 0 | 2.4 | 1 | 88 | 75 (18/01) | NIL |
Jalpaiguri | 23.7 (18/01) | 0 | 8.1 | -2 | 100 | 71 (18/01) | NIL |
Kalimpong | 13.0 (18/01) | -3 | 8.5 | 2 | 84 | 65 (18/01) | NIL |
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আরও পড়ুন: ফের স্বমহিমায় শীত, মারকাটারি ব্যাটিংয়ে সপ্তাহের শুরুতেও কনকনে ঠান্ডা?