কলকাতা: সপ্তাহের শুরুতে কি কিছুটা কমবে তাপমাত্রা, না কি ফের দাপট দেখাবে শীত? তবে আবহাওয়া রিপোর্ট বলছে কনকনে ঠান্ডা বজায় থাকবে। 'মাঘের শীত বাঘের গায়ে' এই প্রবাদই যেন সত্যি হতে চলেছে।               

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 

হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। সকালে আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর মূলত শুষ্ক আবহাওয়া। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 

কিছুটা নিম্নমুখী রাতের পারদ।  রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা। এরপর দুই তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা ২৩ জানুয়ারির পর। গতকালও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে ছিল। আজও তার ব্যতিক্রম হবে না। সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিকেলের পর শুষ্ক হবে আবহাওয়া। 

তাপমাত্রা পরিসংখ্যান

রাতের তাপমাত্রা ১৬.১ থেকে কমে ১৪.৭ ডিগ্রি । গতকাল দিনের  তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রাতে ৭২ শতাংশ এবং দিনে ৯৪ শতাংশ। 

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা
উত্তর ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
হাওড়া ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
কলকাতা ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
হুগলি ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পুরুলিয়া ২৬ ডিগ্রি, ১৫ ডিগ্রি
ঝাড়গ্রাম ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
বাঁকুড়া  ২৫ ডিগ্রি, ১৩ ডিগ্রি 
পশ্চিম বর্ধমান ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পূর্ব বর্ধমান ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
বীরভূম ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
নদিয়া ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি

                                                         

পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা আগামী দু'দিন একই রকম থাকবে। তারপর তাপমাত্রা বাড়বে দুই ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।