কলকাতা : কলকাতায় ভরা পৌষেও শীত গায়েব। কয়েকদিন ধরেই গায়ে গরম জামা রাখতেও কষ্ট হচ্ছে বঙ্গবাসীর। প্রায় প্রতিটি জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে। ব্য়তিক্রম নয় উত্তরবঙ্গও। পার্বত্য অঞ্চল থেকে সমতল , সব জায়গাতেই ঊর্ধ্বমুখী পারদ। মৌসম ভবনের সাইটে চোখ রাখলেও তাই দেখা যাচ্ছে।
mausam.imd.gov.in বলছে -
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Coochbehar | 23.6 (08/01) | 1 | 12.9 | 4 | 97 | 92 (08/01) | NIL |
Darjeeling | 13.8 (08/01) | 2 | 5.8 | 4 | 75 | 81 (08/01) | NIL |
Diamond Harbour | 26.5 (08/01) | 2 | 15.0 | 1 | 96 | 83 (08/01) | NIL |
Digha | 26.3 (08/01) | 1 | 15.0 | 2 | 94 | 72 (08/01) | NIL |
Jalpaiguri | 23.9 (08/01) | 1 | 12.5 | 2 | 93 | 79 (08/01) | NIL |
Kalimpong | 15.0 (08/01) | -1 | 9.5 | 3 | 73 | 65 (08/01) | NIL |
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 6 কিমি/ঘন্টাজলপাইগুড়ি বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 55%
বাতাস: 6 কিমি/ঘন্টাকালিম্পং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 38%
বাতাস: 6 কিমি/ঘন্টাআলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 5 কিমি/ঘন্টাকোচবিহার
বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 5 কিমি/ঘন্টাউত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 57%
বাতাস: 13 কিমি/ঘন্টাদক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 56%
বাতাস: 10 কিমি/ঘন্টামালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 61%
বাতাস: 10 কিমি/ঘন্টাউত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা।উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আবহাওয়ার আপডেট
আরও পড়ুন :
সরকারি চাকরিতে সাফল্যযোগ কর্কট-কন্যার, নতুন চাকরি সিংহর, পড়ুন ২০২৪ এর রাশিফল