কলকাতা : পূর্বাভাস অনুযায়ী কলকাতার পারদ নেমে এল ১৪ এর ঘরে। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি। তবে এবার শীত শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিচ্ছে দক্ষিণ। কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলায়।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
আরও পড়ুন :
সিকিমে হাড়কাঁপানো ঠান্ডা, শীতের কামড় দার্জিলিংয়েও ! ঝট করে নামল তাপমাত্রা
জেলা | আবহাওয়ার হাইলাইট |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 53% বাতাস: 5 কিমি/ঘন্টা |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 60% বাতাস: 3 কিমি/ঘন্টা |
কালিম্পং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 48% বাতাস: 5 কিমি/ঘন্টা |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 65% বাতাস: 5 কিমি/ঘন্টা |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 65% বাতাস: 5 কিমি/ঘন্টা |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 59% বাতাস: 6 কিমি/ঘন্টা |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 67% বাতাস: 6 কিমি/ঘন্টা |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 60% বাতাস: 8 কিমি/ঘন্টা |
উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে। অবাধ উত্তুরে হাওয়ার পারদ নামল। আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। আজ থেকে আগামী দু'দিনে দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে আজ জমিয়ে শীতের আমেজ কলকাতায়। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। ভোরের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম। আজ দিনভর উত্তরে হিমেল হাওয়া অবাধে বইবে শহরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।