দার্জিলিং : উত্তরবঙ্গে এদিনও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Office)। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। দার্জিলিং, কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উইকএন্ডে।  উত্তরবঙ্গের বাকি এলাকায় শুকনো আবহাওয়াই থাকবে। শুধুমাত্র মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৬%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৭ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬০ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৮১%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৮ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   
 
 
আবহাওয়ার আপডেট:

দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়েই শুরু হয়েছে দিন। পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,মালদা ও বীরভূমে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১০ জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। কলকাতায় শনিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশাই ছিল। রবিবারও তার অন্যথা হবে না বলেই পূর্বাভাস । বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে আগামী কয়েকদিনে। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে।