কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) পর উধাও শেখ শাহজাহান ( Sheikh Shahjahan), অবিলম্বে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের (Governor)। পিস রুমে আসা অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের।'শেখ শাহজাহানের সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার, রাজনৈতিক নেতার যোগাযোগের অভিযোগ পেয়েছি। এমন অভিযোগও এসেছে যে, শেখ শাহজাহান সীমান্ত পেরিয়ে পালিয়েছে, জঙ্গিদের সঙ্গে শাহজাহানের যোগাযোগেরও অভিযোগ এসেছে', মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি (LOC)। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডির। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার। তবে শুধু শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। মূলত লুকআউট সার্কুলার বিষয়টি হল, এটি এমন একটি সার্কুলার বা লেটার, যেটা ভারত সরকার ব্যবহার করে থাকে যারা বিদেশে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করে রেখেছে কি না, তা ট্র্যাক করা এবং চেক করার জন্য।
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের দোর্দন্ডপ্রতার নেতা শেখ শাহজাহানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল সিপিএমের সঙ্গে। ২০০৮-০৯ থেকে ক্রমশ সিপিএমের থেকে দূরত্ব বাড়াতে থাকেন তিনি। ঘনিষ্ঠতা বাড়ে তৃণমূলের সঙ্গে। রাজ্যে পালাবদলের পরে ২০১১ সালে সরাসরি তৃণমূলে যোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি,তারপর থেকেই তাঁর নাকি রকেট গতিতে উত্থান।
গতকাল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরেই সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে ট্যুইট করে বিস্ফোরক দাবি করেন তিনি। ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন, ' আমার জীবনে রত্না দেবীর অস্তিত্ব নেই', তৃণমূলে ফেরার জল্পনার মধ্যে মন্তব্য শোভনের
বিরোধী দলেনেতার সংযোজন, 'তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া-ডন, আগে সিপিএম করতেন।বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করেন শাহজাহান, অভিযোগ শুভেন্দুর।' তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির ওপর হামলা। আমরা এদের ছাড়ব না, মাফিয়া-রাজ খতম করব, হুঙ্কার শুভেন্দুর। 'সবক্ষেত্রে লুঠ করেছে, চোরদের সাফ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল,চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইনশৃঙ্খলা?' প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।