উমেশ তামাং, দার্জিলিং : ক্রমেই দুর্যোগ বাড়ছে পার্বত্য এলাকায়। ভারী থেকে, অতি ভারী বৃষ্টির ( Heavy Rain) সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা থাকলেও সতর্ক থাকার বার্তা দিচ্ছে প্রশাসন।
ধসের আশঙ্কা
আবহাওয়া দফতরের খবর, দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি পথ এখন বেশ বিপজ্জনক। পথে দৃশ্যমানতা কম। পর্যটকদের সতর্ক ভাবে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
সতর্ক কালিম্পং
আবহাওয়া দফতর থেকে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক কালিম্পং প্রশাসন। ১০ নম্বর জাতীয় সড়কে সতর্কভাবে যান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে । তিস্তায় জলস্তর বাড়ার আশঙ্কায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে মাইকে প্রচার।
পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির জন্য হু হু করে বাড়ছে নদীর জলস্তর। বিজয়া দশমীতে মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনার ক্ষত এখনও টাটকা। চলে গিয়েছিল ৮ টি প্রাণ। তাই বেশি সতর্ক প্রশাসন।
বঙ্গের পার্বত্য এলাকা ছাড়াও, নেপাল ভূটানেও চলছে দুর্যোগ। উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দশমীর বিসর্জনের সময়ই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। এরইমধ্যে প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের সিংতামে ধস নামে। এবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়। এর জেরে ধস নামতে পারে পাহাড়ে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়।