রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি (North Bengal Weather)। জলপাইগুড়ির (Jalpaiguri) দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গতকাল রাত থেকে জলপাইগুড়ির সমতলে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ও আসাম মোড়ের মুণ্ডাবস্তি এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে। তিস্তায় জলস্ফীতির কারণে আজ সকালে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে।
উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া
- রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি। অতিভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
- সোমবার ১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি মালদা জেলাতে।
- মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের ৫ জেলা সহ মালদা এবং দুই দিনাজপুরে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আজ রবিবার, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, গতকাল রাতে ফের কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ২৯ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ রয়েছে যান চলাচল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে, ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে