সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : রায়গঞ্জে কার্নিভালে (Raigang Carnival) বলদের গুঁতোয় মৃত্যুতে এবার স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) নাম জড়াল। যে ক্লাবের শোভাযাত্রায় দুর্ঘটনা ঘটে, সেই ক্লাবের সভাপতি পদে রয়েছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মৃতের মেয়ে। 


আচমকা গাড়ি ফেলে ছুট বলদের-


রায়গঞ্জে দুর্গাপুজো’র কার্নিভালে বলদের গুঁতোয় মৃত্যুর ঘটনায় এবার অভিযোগ দায়ের হল স্থানীয় বিধায়কের নামে। শুক্রবার, উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/malda-accident-news-tmc-leader-krishna-kalyanis-car-collided-with-lorry-903304" data-type="interlinkingkeywords">পুজোর কার্নিভালের (Raigang Durga Puja Carnival) আয়োজন করা হয়। সেখানে, বলদে টানা গাড়িতে প্রতিমা নিয়ে অংশ নেয় স্থানীয় অনুশীলনী ক্লাব। শুরুতে সমস্যা না হলেও, ভিড় দেখে আচমকা গাড়ি ফেলে ছুটতে শুরু করে একটি বলদ। হুড়োহুড়িতে পড়ে যান অনেকে। বলদের শিংয়ের গুঁতোয় আহত হন বেশ কয়েকজন। নীচে পড়ে যায় প্রতিমা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মৃত্যু হয় সাধন কর্মকার নামে বছর ৬৫-র এক ব্যক্তির।


এই ঘটনায় অনুশীলনী ক্লাব কর্তৃপক্ষর গাফিলতিকেই (Allegation of Negligence against Anusilan Club) দায়ী করছেন মৃতের মেয়ে। মৃতের মেয়ে জুলি কর্মকার বলেন, বাবার মৃত্যুর জন্য দায়ী অনুশিলনী ক্লাবের পুজো কমিটির সভাপতিই। তাঁরই উচিত ছিল না এভাবে অবুঝ পশুদের কার্নিভালে নিয়ে আসা।


রবিবার রায়গঞ্জ থানায় (Raigang Police Station)  ক্লাবের সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে। ঘটনাচক্রে, অনুশীলনী ক্লাবের সভাপতি পদে রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যিনি কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।


যদিও, অভিযোগ দায়ের প্রসঙ্গে মুখ খুলতে চাননি তৃণমূল বিধায়ক (TMC MLA)। তবে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিধায়কের নামে তো অভিযোগ হয়নি। অভিযোগ হয়েছে ক্লাবের প্রেসিডেন্টের নামে। পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নিক।


অনুশীলনী ক্লাব পুজো কমিটির সদস্য আশিস চৌধুরী বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে করেছিলাম, এই ঘটনা ইচ্ছাকৃত নয়, বলদের লেজ ধরে টানাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছিল।


এই ঘটনায় গাফিলতির জেরে মৃত্যু,  গাফিলতিতে জখম ও একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত অপরাধ এই তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। 


আরও পড়ুন ; সজোরে লরির ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনার কবলে কৃষ্ণ কল্যাণীর গাড়ি