সুদীপ চক্রবর্তী, কালিয়াগঞ্জ : হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে। বিরোধীদের সম্পর্কে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জ পুরসভার (Kaliagung Municipality) ভাইস চেয়ারম্যানের (Vice Chairman) উপমা ঘিরে তুমুল বিতর্ক। এনিয়ে পোস্টার দিয়ে প্রতিবাদে সরব বিজেপি। পায়ের তলায় মাটি না থাকাতেই ফালতু হাওয়া গরম। কটাক্ষ করেছে তৃণমূল। কাউকে অপমান করেননি, শুধু প্রবাদ আওড়েছেন বলে সাফাই ভাইস চেয়ারম্যানের।


কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা ঈশ্বর রজক বলেন, বিরোধীরা যতটা বিরোধিতা করার, বিরোধিতা করতেই থাকুক। হাতি এগোতে থাকবে, কুকুর চিৎকার করে যাবে।


শনিবার কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান পদে শপথ নিয়ে, সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের এভাবেই কটাক্ষ করেছিলেন তৃণমূল কাউন্সিলর ঈশ্বর রজক। নব নিযুক্ত ভাইস চেয়ারম্যানের ওই মন্তব্যের বিরোধিতা করে, তিনদিনের মাথায় কালিয়াগঞ্জ শহরের একাধিক জায়গায় পোস্টার দেয় বিজেপি। 


পোস্টারে লেখা হয়েছে, ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক সিংহাসনে বসেই বিরোধীদের 'কুকুর' বলে সম্বোধন করে কার্যত কালিয়াগঞ্জবাসীকেই অপমান করেছেন। কারণ বিরোধীরাও কালিয়াগঞ্জবাসীরই প্রতিনিধি। কালিয়াগঞ্জবাসীর আশীর্বাদ পেয়েই তাঁরা কাউন্সিলর হয়েছেন। ভাইস চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ, তাঁর আসল রূপ প্রকাশ্যে আনার জন্য। পোস্টার দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ শহর মণ্ডল বিজেপির নামে। তা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।


কালিয়াগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস বলেন, ভাইস চেয়ারম্যানের বিরোধী দলের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করতে এবং সাধারণ মানুষকে অবগত করতে এই পোস্টার লাগানো হয়েছে।


অন্যদিকে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। কোনও ইস্যু না পেয়ে এই সব করছে।


মন্তব্য বিতর্কে ভাইস চেয়ারম্যানের সাফাই, কাউকে আঘাত করার জন্য কোনও মন্তব্য করিনি। কথাটা একটা প্রবাদ বাক্য হিসেবেই ব্যবহার করেছি।


১৭ ওয়ার্ডের কালিয়াগঞ্জ পুরসভায় এবার ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি জিতেছে ৬টি আসনে। একটি আসন গিয়েছে নির্দলের ঝুলিতে।