কলকাতা: রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে কলেজের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ক্ষোভের মুখে করণদিঘির বিধায়ক। মুখ্যমন্ত্রীর (chief Minister) কাছে কলেজের দাবি করেছিলেন সেই বিধায়ক। তখনই রীতিমতো ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেও কোটি কোটি টাকা খরচ। ২ বছরের মধ্যে নতুন কোনও প্রকল্পের জন্য টাকা চাইবেন না। নিজেদের উদ্যোগে মানুষের জন্য কাজ করুন।'' 


করণদিঘির তৃণমূল বিধায়ক কিংবা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক...উন্নয়নের স্বার্থে নানা জনের নানা আবদার!...কিন্তু, মুখ্যমন্ত্রীর গলার স্বর থেকেই স্পষ্ট, সরকারি ভাঁড়ারে এখন বেজায় চাপ! প্রশাসনিক বৈঠকে উন্নয়নের জন্য দাবি-দাওয়া পেশ করে, জুটল মুখ্যমন্ত্রীর কড়া সুর! কিন্তু, উন্নয়নের জন্য সরকার টাকা না দিলে, তা হবে কী করে? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।


রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়।               


কী কী ঘোষণা করেছেন মমতা? 



  • দুই দিনাজপুরে ৩৮টি প্রকল্পের শিলান্যাস, 

  • উত্তর দিনাজপুরে ১৫টি প্রকল্পের শিলান্যাস, 

  • দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস, 

  • রাস্তা-সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা, 

  • গতবার দুয়ারে সরকার প্রকল্পে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন, 

  • দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার,

  • আরও দুই প্রকল্প যথাক্রমে- মৎসজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে

  • বিধায়কদের বলছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ান,

  • আগামী দু'বছর টাকা চাইবেন না। বিধায়করা নিজেরা হাতে ধরে কাজ করবেন।