সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ (উত্তর দিনাজপুর) : করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, গত ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন (Local Train Service)। রাজ্যের সব জায়গায় লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও ব্যতিক্রম উত্তর দিনাজপুর (North Dinajpur)। লোকালের চাকা গড়ানোর দু'সপ্তাহ পরেও অন্য ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরে। সেখানে জেলা সদর রায়গঞ্জ-কাটিহার (Raigung-Katihar Local) রুটে এখনও চালু হয়নি লোকাল পরিষেবা। রায়গঞ্জ-শিলিগুড়ি (Raigung-Siliguri DMU) রুটে বন্ধ রয়েছে DMU পরিষেবাও। অবিলম্বে ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ।
রেল সূত্রে খবর, রায়গঞ্জ-কাটিহার রুটে দিনে আপ-ডাউন মিলিয়ে মোট দুজোড়া লোকাল ট্রেন চলে। আর রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে দিনে আপ-ডাউন মিলিয়ে DMU চলে এক জোড়া । কাটিহার ডিভিশনের আওতাভুক্ত ওই ৩ জোড়া ট্রেনই এখনও বন্ধ রয়েছে। রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার বলেছেন, 'আমার কাছে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও নির্দেশিকা আসেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বিষয়টি বলতে পারবে।'
এখনও ট্রেন চালু না হওয়ায়, সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ক্ষোভ বাড়ছে এলাকায়। রায়গঞ্জের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কাটিহার লোকাল, DMU বন্ধ রয়েছে। যাতায়াতে বড় সমস্যা। দ্রুত ট্রেন চালানো হোক। ব্যবসায়ীরা বলছেন, যত প্যাসেঞ্জার লোকাল ট্রেনে আসেন, তাঁদের ওপরেই ছোট ব্যবসায়ীরা নির্ভরশীল। কোভিডকালে না চলায় আমরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। খুব শিগগিরই চালানো দরকার। উপকৃত হবেন ব্যবসায়ীরা। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি বলেছেন, 'লোকালের ওপর আর্থ সামাজিক অবস্থা অনেকটা নির্ভরশীল। আমরা DRM-কে বহুবার চিঠি দিয়েছি। দেখা করেছি। তারপরেও কেন হচ্ছে না, বুঝতে পারছি না। দ্রুত ট্রেন চালানো হোক।'
এদিকে উত্তর দিনাজপুরে এখনও বন্ধ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেছেন, 'টেন চালানোর জন্য কেন্দ্রকে রাজ্য সরকার ইতিমধ্যেই বলে দিয়েছে। কিন্তু কেন এখানে ট্রেন চালানো হচ্ছে না তা জানা নেই। দেবশ্রী চৌধুরীকে কেন্দ্র সরকার পাত্তা না দেওয়ার জন্যই এখানে ট্রেন চলছে না। দেবশ্রীর কথা রায়গঞ্জবাসী বিশ্বাসও করেন না।' পাল্টা উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেছেন, 'দেবশ্রী চৌধুরী ট্রেন চালানো নিয়ে বহুবার কাটিহার ডিভিশনের DRM এর সঙ্গে কথা বলেছেন। আশা করি খুব শিগগিরই লোকাল ট্রেন চলবে এখানে। যারা এই নিয়ে অভিযোগ তুলছেন তারা রাজনীতি করার জন্যই অভিযোগ করছেন।'
এই কথার লড়াইয়ের মাঝে উত্তর দিনাজপুরবাসীর প্রশ্ন একটাই, জেলায় কবে থেকে চালু হবে লোকাল?
আরও পড়ুন- ঊর্ধ্বমুখী সংক্রমণ, দুটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা রায়গঞ্জ পুরসভার