সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: মিড ডে মিলের (Mid Day Meal) চালে ভেজাল মেশানোর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে (Raiganj)। অভিভাবকের অভিযোগ, মিড ডে মিলে প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে। এই চালের ভাত খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিডিও (BDO)।


ধবধবে সাদা চাল। তবে আগুনের তাপে আনতেই পুড়ে কালো হয়ে যাচ্ছে। বেরোচ্ছে প্লাস্টিক পোড়া গন্ধ। মিড ডে মিলের চালে ভেজাল মেশানোর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। দীর্ঘ দু’বছর ধরে বন্ধ স্কুল। তবে  চালু রয়েছে স্কুলে স্কুলে মিড ডে মিল পরিষেবা। রান্না করা খাবারের বদলে কোভিড বিধি মেনে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে অভিভাবকদের হাতে। এবার সেই চালেই ভেজাল মেশানোর অভিযোগ উঠল রায়গঞ্জে।


রায়গঞ্জের মহারাজা হাইস্কুলের (Maharaja High School) পড়ুয়াদের অভিভাবকের অভিযোগ, মিড ডে মিলে প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে। এই চালের ভাত খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। ওই স্কুলের এক অভিভাবক গায়ত্রী মাহাতো বলেন, “পোড়া গন্ধ বেরোচ্ছে। প্লাস্টিকের চাল মিশিয়ে দেওয়া হচ্ছে।‘’ বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা আরেক অভিভাবক বিশ্বজিৎ দেবনাথের।


যদিও, স্কুল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাঁরা জানতেন না। মহারাজা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি জগবন্ধু সরকার বলেন, “আগে জানিনি। এখন বিষয়টা জানতে পারলাম। এটা অত্যন্ত ক্ষতিকারক। খতিয়ে দেখব।’’ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হেমতাবাদের তৃণমূল বিধায়ক। বিধায়ক সত্যজিৎ বর্মন বলেন, বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক,  জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অবিলম্বে ওই চাল বিতরণ বন্ধ করে দেওয়া হবে। এবিষয়ে রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল জানিয়েছেন, বিষয়টি তিনি জানতেন না, খতিয়ে দেখা হবে।


আরও পড়ুন: Jhargram News: ঝাড়গ্রামে শুঁড়ে তুলে আছাড়, মৃত্যু প্রৌঢ়ার, হাতির হানা মেদিনীপুর সদর ব্লকেও