সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: শুধু বেসরকারি কলেজ নয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) নাম ভাঙিয়েও চলছে অনগ্রসর সম্প্রদায়ের (Backward Class) পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপ! নতুন অভিযোগ সামনে এল উত্তর দিনাজপুরে (North Dinajpur)। জেলা অনগ্রসর উন্নয়ন দফতর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।


পড়ুয়াদের স্কলারশিপের টাকা তছরুপ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা জয়া মুর্মু। তাঁর সরকারি জাতি শংসাপত্র রয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, মেয়ে কোনও দিন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়েননি। অনগ্রসরদের স্কলারশিপের জন্য আবেদনও করেননি। অথচ তাঁকেই রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রী দেখিয়ে তোলা হচ্ছে অনগ্রসর সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা। অভিযোগ, রাজ্য সরকারের OASIS পোর্টালে ছাত্রীর নাম নথিভুক্ত করেই চলছে টাকা তছরুপের খেলা।


জয়া মুর্মুর বাবা মিস্ত্রি মুর্মু বলেন, “কাস্ট সার্টিফিকেট থাকলেও মেয়ে কোনও দিন স্কলারশিপের জন্য আবেদন করেনি। রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রীও নয়। ওথচ ওর নামেই টাকা তোলা হচ্ছে। অভিযোগ জানাব।‘’ কীভাবে চলছে এই বেনিয়ম? অভিযোগকারীদের হাতে এসেছে এমনই একাধিক ফর্ম যা ভুয়ো বলে দাবি করছেন তাঁরা।


সরকারি জাতি শংসাপত্রে জয়া মুর্মুর ঠিকানা কালিয়াগঞ্জের মণিবাগ। আর তফশিলি উপজাতিদের জন্য স্কলারশিপের আবেদনপত্রে তাঁকে দেখানো হয়েছে করণদিঘির জগদীশপুরের বাসিন্দা হিসেবে।  স্কলারশিপের আবেদনপত্রের নিচের দিকে জয়া মুর্মুর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রায়গঞ্জ ইউনিভার্সিটির নাম রয়েছে।  অথচ পরিবারের দাবি, মেয়ে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্রী।  বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নার্সিং ট্রেনিং নিয়ে পড়ছেন।  আর তাঁকেই কি না রায়গঞ্জ ইউনিভার্সিটির ছাত্রী দেখিয়ে টাকা তোলা হচ্ছে! এমনই অভিযোগ। রায়গঞ্জ ইউনিভার্সিটির রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, “অভিযোগ পেয়েছি। উপাচার্যকে জানাব। থানাতেও অভিযোগ জানাব।’’


অন্যদিকে, অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জাতি শংসাপত্রের তথ্য কাজে লাগিয়ে,  তাঁদের একটি বেসরকারি কলেজের পড়ুয়া দেখিয়ে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অনগ্রসর স্কলারশিপের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। বিডিও, আইসি-র কাছে অভিযোগ দায়ের হয়েছিল আগেই। শুক্রবার অভিযোগ জানানো হল জেলাশাসকের অফিসে। জেলা অনগ্রসর উন্নয়ন দফতর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।


আরও পড়ুন: Sealdah Station: যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু শিয়ালদায়