সুদীপ চক্রবর্তী, ইটাহার: গরমে তীব্র জলসঙ্কট। বোরো ধান চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে ইটাহারের (Itahar) চাষিদের  (Farmer)। তাঁদের দাবি, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ ইটাহারের তৃণমূল বিধায়ক। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে সরব হয়েছে বিজেপি।


গরমে তীব্র জলসঙ্কট: মাথার ওপর কাঠফাটা রোদ! শুকিয়ে কাঠ পুকুর থেকে চাষের জমি। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের ইটাহারে বোরো ধান চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। জলস্তর এতটাই নেমে গেছে যে পাম্প বসিয়েও তোলা যাচ্ছে না জল। চাষের জন্য, কেউ কেউ আবার ২০-২৫ ফুট গর্ত করে পাম্প বসাচ্ছেন। পরিস্থিতি এমনই যে, পাইপে করে জল দিয়ে মাটি ভেজাতে হচ্ছে। চাষিদের অভিযোগ, এই সমস্যা আজকের নয়। কিন্তু নেতা-মন্ত্রীদের তরফে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও, গরমকালে জলের কোনও বিকল্প ব্যবস্থা করা হয় না। ইটাহারের এক চাষি বলেন, “চাষের সময়, দশকের পর দশক ধরে এক সমস্যা। বিভিন্ন সময় নেতা মন্ত্রীরা জলের বন্দোবস্তের আশ্বাস দেন। সরকার সাহায্যের হাত বাড়াক। নাহলে আগামী দিন আরও সমস্যা।’’


সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ ইটাহারের তৃণমূল বিধায়ক। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে সরব হয়েছে বিজেপি। ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মোশারফ হোসেন বলেন, “সমস্যা আছে। বিষয়টা সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে জানিয়েছি। খরা কেটে গেলে এইসব এলাকায় লাইট ডিউটি, মিডিয়াম ডিউটি টিউবওয়েল ও সাব মার্সেবল পাম্প বসানোর আবেদন জানিয়েছি। একশো দিনের কাজের মাধ্যমে পুকুর কাটিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে।’’ জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, “রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন দফতর ও মনরেগার টাকায় পুকুর খননের নামে যে পুকুর চুরি হচ্ছে তারই মাশুল দিচ্ছেন এখাকার কৃষকেরা।’’


এই পরিস্থিতিতে বিকল্প ফসল চাষের পরামর্শ দিয়েছেন জেলার উপ কৃষি অধিকর্তা। উত্তর দিনাজপুরের উপ কৃষি অধিকর্তা (প্রশাসন)সাফিক উল আলম বলেন, “যেহেতু এই গ্রীষ্মকালে ইটাহারের বেশ কিছু জায়গায় জলের সমস্যা হয় তাই ওখানকার কৃষকদের কাছে আবেদন, বোরো ধানের চাষে বেশি জল লাগে তাই তার পরিবর্তে ভুট্টা, বাদাম, পাট জাতীয় কম জলের ফসল লাগান। বিষয়টি নিয়ে নিজের দফতরের পাশাপাশি জেলা জলসম্পদ দফতরের সঙ্গেও আলোচনা করব।’’ কিন্তু বিকল্প ফসল চাষের প্রস্তুতি নিতে তো সময় লাগবে, এই মুহূর্তে চাষের জল মিলবে কোথায়? জানতে চাইছেন চাষিরা।


আরও পড়ুন: Jalpaiguri News: তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের