কলকাতা: ফের পুলিশের হাত থেকে তৃণমূল নেতা ছিনতাই! চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। অস্ত্র মামলায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে।
পুলিশের হাত থেকে তৃণমূল নেতা ছিনতাই!
পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় পুলিশকে বাধা গ্রামবাসীদের। পুলিশের হাত থেকে অভিযুক্ত মজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা। পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই, গ্রেফতার ১১ । 'অস্ত্র আইনে অভিযুক্ত মুজিবর রহমানকে গ্রেফতার করতে গেছিল পুলিশ'। পুলিশের কাজে বাধা দিয়েছে গ্রামবাসীরা দাবি পুলিশ সুপারের।
ASI-এর আঙুলে কোপ
তবে এমনটা প্রথমবার নয়, গোয়ালপোখর-সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছিল। অতীতে পুলিশ হেফাজতে থাকা আসামিকে ছিনতাইয়ে অভিযোগ উঠেছিল ডোমকলের আলিনগর গ্রামে। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিলে। আক্রান্ত হয়েছিলেন ASI রানাপ্রতাপ সেনগুপ্ত. তাঁর আঙুলে কোপ মারা হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এলাকায় পুলিশি টহল চলেছিল। কিন্তু একের পর এক এই ঘটনায় এবার প্রশ্ন উঠেছে।
কীভাবে পালিয়ে গিয়েছিল আসামী ?
পুলিশি হেফাজতে থাকা রাণা শেখ নামে আসামীকে যখন, পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনাস্থলে, তখনই আক্রান্ত হয়েছিল পুলিশ। কার্যত পুলিশের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, তাকে (আসামীকে) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবং একাধিকবার পুলিশের সঙ্গে বচসা হয়েছিল। শেষপর্যন্ত ডোমকল থানার ASI রানাপ্রতাপ সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। হাঁসুয়া দিয়ে তাঁকে কোপ মারার অভিযোগ উঠেছিল। তিনি কোনওক্রমে হাত বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তেই হাতে তাঁর কোপ লেগেছিল। একাধিক সেলাই ছিল তাঁর আঙুলে।আর এই ঘটনার মাঝেই আসামী সুযোগ বুঝে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এরপরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত-সহ সহ ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
আরও পড়ুন, শুধুই পুরীর আদলে নয়, দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে অযোধ্য়ার রাম মন্দিরের মিল কোথায় ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)