সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সিভিক ভলান্টিয়ার খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মেহবুব আলম সহ ১২ জনকে গ্রেফতার করে আদালতে তুলল ইসলামপুর থানার পুলিশ। ধৃত ১২ জনকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত মেহবুব আলমের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। অঞ্চল সভাপতির লোকেরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল। সে সময় প্রাণ বাঁচাতেই তিনি নদীর ধারে তিন বছরের বাচ্চাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। নিজের জীবন বাঁচাতেই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে তাঁর দাবি।


বুধবার রাতে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটিকুন্ডা গ্রাম তৃণমূল কংগ্রেসের (TMC) দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েত প্রধান মেহবুব আলমের গোষ্ঠীর সঙ্গে মাটিকুন্ডা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাহানওয়াজ আলমের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। অভিযোগ, পঞ্চায়েত প্রধান মেহবুব আলম গোষ্ঠীর লোকেরা সাহানাওজের বাড়ি লক্ষ করে গুলি-বোমা ছোড়ে।  সাহানাওজের ভাই সাকিব আক্তার সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। ডিউটি সেরে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে খেতে বসেছিলেন। গুলি-বোমার শব্দে বাড়ির ছাদে সাকিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, সামনে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা সাকিবের মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় সাকিবকে ইসলামপুর (Islampur) মহকুমা হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠেছিল মাটিকুন্ডা এলাকা।  


পাল্টা অভিযোগ:
এই খুনের ঘটনায় প্রধান মেহেবুব আলম-সহ ১২ জনকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃত মেহবুব আলমকে শুক্রবার ইসলামপুর আদালতে নিয়ে যাবার সময় তিনি জানান, বুধবার রাতে মাটিকুন্ডা এলাকায় ব্যাপক গুলি- বোমা চলে। তিনি বাড়িতে যাওয়ার পরেই তাঁর বাড়িতে পাথর ছোড়া শুরু হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে তিন বছরের সন্তানকে নিয়ে পরিবারের সদস্যরা নদীর ধারে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি পুলিশের (Police) কাছে আত্মসমর্পণ করেছেন। কীভাবে সাকিবের মৃত্যু হল তা তিনি জানেন না। পুলিশি তদন্তে ঘটনাটি পরিষ্কার হবে বলে অভিযোগ। কারণ অঞ্চল সভাপতি সাহানাওজ আলম সকাল থেকেই দুষ্কৃতীদের বাড়িতে জমায়েত করেছিলেন। তিনি এই ঘটনায় নির্দোষ বলে দাবি করেছেন তিনি। 


আরও পড়ুন: 'এত ভয় কেন রাজ্য সরকারের ?' SFI বিধানসভা অভিযানে প্রশ্ন সুজনের