কলকাতা: এসএফআই-র বিধানসভা অভিযান ঘিরে রাজ্যকে তোপ দাগলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। মূলত, রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবি সামনে রেখে বিধানসভা অভিযানের এই সিদ্ধান্ত নেয় এসএফআই (SFI)। আর এদিন সেই কথা রেখেই এদিন বিধানসভা অভিযানে সামিল হয় এসএফআই কর্মী-সমর্থকরা। বিধানসভার গেটে শুরু হয় ধুন্ধুমার। সৃজন ভট্টাচার্য সহ বাকিদের তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে। আর এরপরেই  টুইটে সরাসরি প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী, 'এত ভয় কেন রাজ্য সরকারের ?'

  


'এত ভয় কেন রাজ্য সরকারের ?'  


সুজন চক্রবর্তী বলেন, 'এত ভয় কেন রাজ্য সরকারের ? এসএফআই-র বিধানসভা অভিযানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন ? বেধড়ক আক্রমণ, গ্রেফতার সব উপেক্ষা করল ছাত্ররা।  সরকারকে ব্যর্থ প্রমাণ করে বিধানসভায় পৌঁছে গেল এসএফআই।' প্রসঙ্গত, এদিন বিধানসভার মূল গেটের সামনে জলকামান সহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এসএফআই কর্মী-সমর্থকরা পৌঁছে যায় অন্য গেটে। বিধানসভার ওয়েস্ট গেটে শুধু পৌঁছে যাওয়াই নয়, সেটা টপকে ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন SFI কর্মী-সমর্থকরা। যে চেষ্টার সামিল ছিলেন এসএফআই রাজ্য সম্পাদকও।  যে সময় মিছিলটি এসে পৌঁছয় তখন বিধানসভার ওই গেটে খুব বেশি পুলিশি নিরাপত্তা ছিল না। তবে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত সেখানে বিশাল পুলিশ বাহিী এসে হাজির হয়। যার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড়। সৃজন ভট্টাচার্য সহ বাকিদের কার্যত মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে।






কী কী দাবি এসএফআই-র ?


প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি, দ্বিতীয়ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং তৃতীয়ত আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতেই এদিন বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। শিক্ষামন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ার দাবি নিয়েই এই বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এসএফআই-র তরফে।  


আরও পড়ুন, চাকরিহারা গ্রুপ C কর্মীরা কী কী করতে পারবেন না ?


পরীক্ষা থাকায় মিছিলের অনুমতি দেয়নি


পরীক্ষা থাকায় লালবাজার (Lalbazar) মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু সিপিএমের ছাত্র সংগঠন অবস্থানে অনড় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। যেখানে এসএফআই সমর্থকরা জড়ো হতেই কার্যত বেঁধে যায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে প্রচার চালানো হচ্ছিল। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Uchha Madhyamik Exam), তাই মিছিল করা যাবে না বলেও জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে। যদিও এসএফআই সমর্থকরা ছিলেন মিছিলের দাবিতে অনড়। তাই তারা জড়ো হয়ে মিছিল শুরু করার প্রস্তুতিই নিচ্ছিলেন। যে সময়ই তাদের ছত্রভঙ্গ করে দিয়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।