সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: যাচ্ছিলেন মৃত মামাতো ভাইয়ের শেষকৃত্যে। কিন্তু মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের স্ত্রীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই পুলিশ আধিকারিক সহ আরও চারজন।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, আহত পুলিশ আধিকারিক শেখ আমিনূল হক স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো বিভাগের সল্টলেক সেক্টর ২ অফিসে এস আই পদে কর্মরত।


দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ আধিকারিকের স্ত্রী-


সূত্রে থেকে জানা গিয়েছে, এদিন মৃত মামাতো ভাইয়ের শেষকৃত্যে স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শেখ আমিনূল হক নামে ওই পুলিশ আধিকারিক। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর মামাতো ভাইয়ের। শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। এদিন সেই মামাতো ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে তাঁরা ছোট একটি গাড়ি নিয়ে বারাসত থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। তাঁরা জানাচ্ছেন, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় পিছন দিক থেকে হঠাৎই একটি লরি এসে তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের স্ত্রী জিন্নাততারা সিদ্দিকা ওরফে লাবলির। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন পুলিশ আধিকারিক শেখ আমিনূল হক, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী এবং গাড়ির চালক।


আরও পড়ুন - North Dinajpur: চোপড়ার চা বাগানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। Bangla News


হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা-


জানা গিয়েছে, দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়েই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন আই সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আহত শেখ আমিনূল হক স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো বিভাগের সল্টলেক সেক্টর ২ অফিসে এস আই পদে কর্মরত। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।