মুম্বই: সকালের আলো মেখে বাড়িতে সময় কাটাচ্ছেন গুরমিত চৌধুরী। সদ্য বাবা হয়েছেন তিনি। একরত্তি মেয়েেকে কোলে নিয়ে গানের তালে, নাচের ছন্দে মেতেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করে গুরমিত লিখলেন, 'আমার মেয়ের সঙ্গে আমার প্রথম নাচ।'
সদ্য মা-বাবা হয়েছেন তাঁরা। কন্যাসন্তানের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিষ্টি এক ভিডিওর মাধ্যমে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী। সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করছেন দেবিনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ লিখেছেন, 'ঈশ্বর মঙ্গল করুন'। আবার কেউ কমেন্ট করেছেন 'অসাধারণ'।
আরও পড়ুন: Subhashree: 'বৌদি ক্যান্টিন'-এর পৌলমীর বেশে শুভশ্রী, শেয়ার করলেন ছবি
সদ্য মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও তাঁর জীবনে প্রথম সন্তান এসেছে। হাসপাতাল থেকে কন্যা সন্তানকে নিয়ে ফিরে বিশেষ ভিডিও পোস্ট করেন। কন্যা সন্তান আসার আনন্দে সাজিয়ে তোলা হয় সারা বাড়ি।
আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গুরমিতের ভিডিও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকে। এর আগে একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন দেবিনাও। সেখানে দেখা যাচ্ছে, সকালের আলো মেঘে গানের ছন্দে দুলে দুলে মেয়েকে নিয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছেন দেবিনা। নিজের মাতৃত্ব তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দেবিনা। সঙ্গে সবসময় রয়েছেন গুরমিতও। একরত্তি লিয়ানাকে নিয়ে খুশি দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বাবা-মা হওয়ার বিশেষ সে সব মুহূর্ত।