সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : কার্যত গোটা দেশে তৎপরতা শুরু। ২২ জানুয়ারি রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে অযোধ্যার পথে হেঁটে রওনা হলেন এরাজ্যের এক তরুণ। হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিলেন রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জের কান্তোর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো ৷ শনিবার সকালে রায়গঞ্জ রেলস্টেশন থেকে তাঁর যাত্রা শুরু হয়।


পারিবারের লোকজন জয় তিলক পরিয়ে তাঁকে রওনা করান এদিন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেলস্টেশন চত্বর। রাজকুমার জানান, এর আগেও তিনি বাগেশ্বর ধাম, কলকাতা ও কেদারনাথে হেঁটে যাত্রা করেছেন। এবার তাঁর গন্তব্য অযোধ্যা। ভগবান রামচন্দ্র অযোধ্যায় আসবেন। তাই তাঁকে স্বাগত জানাতে এই যাত্রা শুরু করলেন বলে জানান তিনি। 


পাশাপাশি তিনি জানান, তাঁর এই যাত্রা সাধারণ মানুষের মধ্যে সেল্ফ ডিফেন্সের বার্তা পৌঁছে দিতে। কারণ, বর্তমানে মহিলারা পথেঘাটে নানা হেনস্থার শিকার হচ্ছেন। তাই সেল্ফ ডিফেন্সের পাঠ থাকলে তাঁরা বিপদ আপদ প্রতিহত করতে পারবেন। এজন্য তিনি স্কুল স্তরে সেল্ফ ডিফেন্স বিষয় চালুর অনুরোধ জানান সরকারের কাছে। তিনি সকলকে আত্ম সুরক্ষার বার্তা দেন।


এদিকে রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ বিজেপি-র। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন যাতে দেশবাসী, তার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দেশের বিভিন্ন প্রান্তে, বুথ স্তরেও। দলের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানের অংশ করে নিতেই এমন উদ্যোগ। (Ayodhya Ram Temple)


বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বুথ স্তরের নেতাদের বড় স্ক্রিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনও করা হচ্ছে। এর আওতায় কম্বল বিতরণের অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে সাধারণের জন্য।  দুঃস্থদের মধ্যেও খাবার এবং ফল বিতরণ করা হবে। (Ayodhya Inauguration)


রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আগমন ঘিরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই, সেই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি থেকে অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, রজনীকান্তও। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।