কলকাতা: ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারত্তর সিকিমে ভূমিধসের কারণে প্রায় ১,০০০ পর্যটক আটকা পড়েছেন। সেখানেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তারা জানিয়েছে, চুংথাং-এ প্রায় ২০০ পর্যটকের গাড়ি আটকা পড়েছে এবং যাত্রীরা সেখানে একটি গুরুদ্বারে অবস্থান করছেন।          

চুংথাং রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানিয়েছে যে লাচেন-চুংথাং সড়কের মুনশিথাং এবং লাচুং-চুংথাং সড়কের লেমা/বব-এ ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে। তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, শুক্রবার থেকে উত্তর সিকিমে পর্যটকদের নতুন করে আসার অনুমতি আর দেওয়া হবে না। ইতিমধ্যে যে অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে।                                                                                                          

বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন যাতে আর পর্যটক উত্তর সিকিমে না পাঠানো হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং রাস্তাঘাটের মেরামত না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ থাকবে। এই বিষয়ে সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "এই সপ্তাহব্যাপী বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে আবহাওয়ায় একটা বদল শনিবারই আসতে পারে।" লাচুং এবং লাচেন হল পাহাড়ি স্টেশন, যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুদংমার হ্রদ এবং ইয়ুমথাং উপত্যকার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির  জন্য পরিচিত। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গে উপরের দিকের জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কয়েক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।