কলকাতা: এবার খোদ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। ঘটনায় আতঙ্কিত নর্থ সাবার্বান হাসপাতালের (North Suburban Hospital) ডাক্তার-নার্সরা। মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি, তাণ্ডবের অভিযোগ। দুই অতিরিক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ।
গ্রেফতার দুই অভিযুক্ত: আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একাধিকবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার খোদ নিরাপত্তরক্ষীর বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠল নর্থ সাবার্বান হাসপাতালে। ডাক্তার নার্সদের অভিযোগ, মত্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি মেরেছে দুই অভিযুক্ত। তাণ্ডবও চালিয়েছে তারা। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। হাসপাতালের সুপারের অভিযোগ, আগেও একাধিক বার এই দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু যদিও কোনও পদক্ষেপ করা হয়নি।
কী অভিযোগ?
আর জি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রথমে কর্তব্যরত চিকিৎসক-ধর্ষণ খুন তার কয়েকদিনের মধ্যে হাসপাতালে তাণ্ডব। যা নিয়ে প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে রাজ্যের আরেক হাসপতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। নর্থ সাবার্বান হাসপাতালের তরফে অভিযোগ এই প্রথম নয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ওই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্য দফতর থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চেও চিঠি লিখে জানানো হয়েছে। অভিযোগ তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গতরাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। তাঁরা কাশীপুর থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। হাসপাতালের সুপার থানায় অভিযোগ জানিয়েছেন।
এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামা কোচবিহারের দিনহাটার এক তরুণীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় গতকাল দিনহাটা থানায় অভিযোগ জানান ওই অভিযোগকারিণী। অভিযোগ জানাতে তরুণীর সঙ্গে থানায় যাওয়া এক এসইউসিআই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাকে পথে নামেন ওই তরুণী। দিনহাটাতে প্রতিবাদ মিছিলেও হাঁটেন তিনি। এরপরেই সঞ্জয় দাস নামে এক ব্য়ক্তির সোশাল মিডিয়া প্রোফাইল থেকে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।