কলকাতা: ৬১ ঘণ্টার অনশন ভেঙে দিল ১৫ মিনিটেই! বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিনযান ঘিরে ধুন্ধুমার বাঁধল সল্টলেকের করুণাময়ীতে (Karunamoyee)। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে অবস্থানরত টেট আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন আন্দোলনকারীরা। 


এ দিন কার্যত ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। একজন বলেন, 'মেয়েদেরকে মেরেছে, এটা অমানবিক আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, এই সরকারকে আর একটাও ভোট দেব না'। অন্য আরেকজন বলেন, 'পুলিশ ঘুষি মেরেছে। নাকে ঘুষি মেরেছে। আরেকজনের কথায়, এই সরকারের সব কাজ রাতের অন্ধকারে হয়। রাত্রে প্রার্থীদের তোলা হয়। রাত্রে রেজাল্ট বের করা হয়। রাত্রে নিয়োগ হয়'। সবমিলিয়ে এ দিন পুলিশি অভিযান ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। 


বিরোধীদের হুঁশিয়ারি: চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে রাতের অন্ধকারে পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র করুণাময়ী। আন্দোলনকারীদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। করুণাময়ীতে বেলা ১২টায় জমায়েতের ডাক দিয়েছে এসএফআই-ডিওয়াইএফআই-এর।


৩ চাকরিপ্রার্থী নিঁখোজ: ২০১৪-র টেট উত্তীর্ণদের অভিযোগ, তাঁদের ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে?


সরব বিরোধীরা: ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলের নেতারা।  করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ অভিযান চালিয়ে তুলে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? 


করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থান তুলতে পুলিশি অভিযানের কড়া নিন্দা করলেন বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি ট্যুইটে লেখেন, হিটলারের বাহিনীর মতো মাঝরাতে অভিযান চালিয়ে, মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ নির্মমভাবে বলপ্রয়োগ করে আন্দোলনরত ২০১৪-র টেট  উত্তীর্ণদের তুলে দিয়েছে। যাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের কাছে আইন মেনেই অবস্থান করছিলেন।