কলকাতা: এবার ১ হাজার ৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে? এই প্রশ্ন ছিলই। সেই মোতাবেক সেই সকল গ্রুপ ডি (Group D) প্রার্থীদের রোল নম্বর এবং তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। 


নিয়োগ-দুর্নীতির মামলায় ইতিমধ্যে চাকরি গেছে, বেশ কিছু অযোগ্য প্রার্থীর। এরপর নিয়োগ বাতিলের খাঁড়া ঝুলছিল ১ হাজার ৬৯৪ জন গ্রুপ ডি শিক্ষাকর্মীর ওপর। হাইকোর্টের নির্দেশের বিষয়টা, রাজ্য সরকারের তরফে, জেলা পরিদর্শক মারফৎ পৌঁছে দেওয়া হয়েছিল শিক্ষাকর্মীদের কাছে।                                                                                             


বাংলার স্কুলে বেআইনি ভাবে নিযুক্ত ১,৬৯৪ জন গ্রুপ ডি কর্মীকে আদালতের নির্দেশে নোটিস পাঠিয়েছিল রাজ্যের স্কুলশিক্ষা কমিশনার। ২৩ ডিসেম্বর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে এই নোটিস গিয়েছে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করে আটটি কর্মদিবসে জানাতে হবে কমিশনারকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল।                                                                


আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সফরের জন্য ধর্না বন্ধ এসএলএসটি চাকরিপ্রার্থীদের? অনুরোধ করল পুলিশ


আদালত সূত্রে খবর, মোট ৪,৪৮৭ জনের গ্রুপ ডি পদে চাকরি হয়েছিল। তার মধ্যে ৩,৮৮০ জন চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ থাকাকালীন। বাকি ৬০৭ জনের চাকরি হয়েছে মেয়াদ শেষে। নিযুক্তদের মধ্যে ২,৮২৩ জনের চাকরি হার্ড ডিস্ক ও সার্ভারে কারচুপি করে হয়েছে বলে উঠে এসেছে সিবিআই তদন্তে। এর মধ্যে তালিকাভুক্ত ১৬৯৮ জন। এই ১৬৯৮-এর মধ্যে ৪ জন আদালতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ফলে বাকি ১৬৯৪ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল।                                                                        


কীভাবে দেখবেন এই তালিকা? 



  • প্রথমে ওয়েস্ট বেঙ্গল এসএসসির সাইটে যান

  • সেখানে প্রথমেই রয়েছে একটি নোটিস

  • সেই নোটিসের Click here to view the notice  এ ক্লিক করুন

  • এরপর দেখা যাবে ১৬৯৪ জনের নামের তালিকা