কলকাতা: এসএসসি দুর্নীতির অভিযোগে যখন কার্যত তোলপাড় মধ্যেই নতুন পদ তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। স্কুলে ৬,৮৬১টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
এসএসসি উদ্যোগী হতে বলল স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রার্থীদের নিয়োগপত্র দেবে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন পালিত হয়, তা নিশ্চিত করার নির্দেশও এসএসসিকে দিয়েছে সরকার। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগের পরামর্শ রাজ্যের।
পদের বিস্তারিত: বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির জন্য এবং ১,৬০০ পদ তৈরি হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের জন্য।
এর আগে গত ৫ মে নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু হয় (Teacher Recriutment in West Bengal)। দীর্ঘ ৬ বছর পর মাধ্যমিক (Madhyamik Level), উচ্চমাধ্যমিক (Uchha Madhyamik Level) স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।
প্রসঙ্গত কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। নবম-দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে ও একাদশ-দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। পাশাপাশি জানা যাচ্ছে, নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি (SSC)।
নিয়োগ কীভাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে কথা বলার পর এসএসি কর্তৃপক্ষকে নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি। প্রাথমিকভাবে স্থির হয়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে ও প্রদান শিক্ষক পদে নিয়োগ হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ হবে পরে।