কলকাতা : বন্ধ করে দেওয়া হল এনআরএস মেডিক্যাল কলেজের (NRS Medical College) হাসপাতালের কোভিড ইউনিট (Covid Unit)। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখন কোভিড আক্রান্তের সংখ্যা কমছে, তাই নতুন রোগী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  যদিও সূত্রের খবর, এনআরএস-এর কোভিড ইউনিটের জায়গায় চালু হবে চেস্ট মেডিসিন বিভাগ।
এতদিন চেস্ট মেডিসিন (Chest Medicine) বিভাগটি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে চালানো হচ্ছিল। কিন্তু সেই ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। বাড়ির মালিক জানিয়েছেন, চুক্তি আর নবীকরণ করা হবে না। এই পরিস্থিতিতে চেস্ট মেডিসিন বিভাগটি ফের ফিরে আসছে এনআরএস হাসপাতালে।   
এদিকে দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্যও। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত ৬ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সব মিলিয়ে উৎসবের মরসুমে উদ্বেগের কারণ হয়ে উঠছে ওমিক্রন। 
এই পরিস্থিতিতে যসোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,  



  • বেলেঘাটা আইডি’কে ওমিক্রনের নোডাল হাসপাতাল করা হবে। 

  • আরও ৭টি বেসরকারি হাসপাতালকে ওমিক্রন আক্রান্তেদের চিকিত্‍সার জন্য নির্দিষ্ট করা হয়েছে।    


এই তালিকায় রয়েছে--- 



  • আমরির তিনটি শাখা

  • অ্যাপোলো

  • ফর্টিস

  • উডল্যান্ডস

  • বেলভিউ

  • CMRI

  • চার্নক


আরও পড়ুন 


ওমিক্রন আবহে কোন রাজ্যে পর্যটনের কী কী বিধিনিষেধ ?


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এদিনের বৈঠকে জানানো হয়েছে, ওমিক্রন সন্দেহভাজনদের অন্য করোনা আক্রান্তদের সঙ্গে রাখা যাবে না। ৪৮ ঘণ্টার ব্যবধানে, পরপর ২টি RT- PCR রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে ওমিক্রন নেগেটিভ ধরা হবে। তারপর হাসপাতাল থেকে ছাড়া যাবে তাঁকে। বাড়িতে আরও ৭ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে রোগীকে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে অ্যাডভাইসরিতে জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।  জেলা এবং স্থানীয় স্তরে পরিস্থিতি বুঝে কনটেনমেন্ট জোন বা অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।