সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে (West Bengal) করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্টের হদিশ। খোঁজ মিলেছে ওমিক্রন (Omicron) BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তবে কি, নতুন নতুন ভ্যারিয়েন্টের (Variant) হাত ধরে আসতে পারে কোভিডের (Covid) ফোর্থ ওয়েভ (Fourth Wave)? আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন না চিকিত্‍সকরা।


চিকিত্‍সক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "চতুর্থ ওয়েভকে হালকা ভাবে নেওয়ার কিছু নেই। হালকা হালকা ঢেউয়ের মতো আসছে, কিন্তু সতর্ক না হলে বড় ঢেউ হতে পারে।" 


করোনার প্রথম ঢেউয়ের মূলে ছিল ভ্যারিয়েন্ট আলফা, দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা এবং তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্করভাবে ছড়াতে থাকে ওমিক্রন। রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা? 


চতুর্থ ঢেউয়ের আশঙ্কা


নতুন নতুন ভ্যারিয়েন্টের হাত ধরেই কি ধেয়ে আসছে ফোর্থ ওয়েভ? চিকিত্‍সক চন্দ্রমৌলি মুখোপাধ্যায় বলেন, "ফোর্থ ওয়েভ আসবে কিনা, তা কতটা ভয়াবহ। স্বাভাবিকভাবে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে। নজর রাখতে হবে। হালকা ভাবে নেওয়া ঠিক নয়। অত্যন্ত আতঙ্কের কিছু নেই।" 


আরও পড়ুন, রাজ্যে উদ্বেগ বাড়াছে করোনা, সাড়ে ৩০০ ছাড়ালো দৈনিক সংক্রমণ


ইতিমধ্যেই রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ। ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে। তবে, স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম। এর আগে দক্ষিণ ভারতে BA.4 ও BA.5-র মতো প্রজাতির হদিশ মিললেও, এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়। 


চিকিত্‍সকদের মতে, করোনার নতুন নতুন প্রজাতি নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। প্রয়োজন মনে হলে, করোনা টেস্ট করাতে হবে। যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।