মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : ৪৮ ঘণ্টার মধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) চাল-ডাল চুরির কিনারা করল পুলিশ। খবর পেয়ে গতকাল রাতে লাউদোহার তিলাবনি নামক একটি জঙ্গল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ (Faridpur PS)। ধৃতের নাম শেখ রনি। তাকে জিজ্ঞাসাবাদ করে এলাকার আলিরবাঁধ নামক পুকুরপাড় থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল ও মুসুরির ডাল। উদ্ধার হয় ১ কুইন্টাল ৫০ কেজি চাল ও ২৫ কেজি মুসুরির ডাল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কয়েক জনের নাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।


চলতি মাসের ১৮ তারিখে অর্থাৎ সোমবার গভীর রাতে পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি গ্রামের ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সাত বস্তা চাল ও এক বস্তা মুসুরির ডাল চুরির ঘটনা ঘটে। মোট ১ কুইন্টাল ৭৫ কেজি চাল ও ২৫ কেজি মুসুরির ডাল চুরি যায়।


৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা শুভ্রা দালাল তখন জানান, তিনি স্কুল খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। স্কুলের ভেতর থেকে চুরি গেছে ১ কুইন্টাল ৭৫ ছিল চাল ও ২৫ কেজি মুসুরির ডাল। ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে তিনি পাড়ার লোকেদের ডাকেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহার দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ।


শুভ্রদেবী জানান, তাঁর সেন্টারের ২৫ কেজি মুসুরির ডাল চুরি গেছে। বাকি যে চাল চুরি গেছে তা ছিল পাশের ৪৬ নম্বর সেন্টারের। সেন্টারের দিদিমণিরা ছুটিতে থাকায়, তাঁদের চাল এই সেন্টারে রাখা ছিল বলে জানান তিনি।


দুর্গাপুরে ছিনতাই-


এদিকে দুর্গাপুরের (Durgapur) প্রাণকেন্দ্র সিটি সেন্টারে (City Centre) ছিনতাইয়ের (Snatching) ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী। টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধৃতদের নাম- আশিস লাল ও সানি দুসাদ। তারা উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) হালিশহরের বাসিন্দা।


গত ২৯ অগাস্টের ঘটনা। মামরা বাজারের ব্যবসায়ী সূর্য লোহার দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে তা ব্যাগে ভরে স্কুটি করে যাচ্ছিলেন বলে দাবি। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী সূর্য লোহারের ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। 


মঙ্গলবার ওই দুই দুষ্কৃতী ফের বাইকে করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে আসে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিড়িঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল।