সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা: ফের খাস কলকাতায় উদ্ধার হল কাঁড়ি-কাঁড়ি অস্ত্র, তাও আবার জনবহুল শিয়ালদা স্টেশনে। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ( STF )। ধৃত হাসান শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি সেভেন MM পিস্তল ও দুটি ওয়ান শটার-সহ ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে অনুমান পুলিশের । পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসে অস্ত্র পাচারকারী। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। তার ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকিয়ে এনেছিল অস্ত্র-গুলি। কী উদ্দেশে এই অস্ত্রগুলি নিয়ে কলকাতায় এসেছিল সে ? নাশকতার উদ্দেশ্য ছিল নাকি অন্য কোথাও পাচার করা হত অস্ত্রগুলি ? নাকি চুরি-ডাকাতির ঘটনা ঘটানোর জন্যই অস্ত্র জড়ো করা হচ্ছিল? একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
এই প্রথম নয়, হাল আমলে একাধিক বার কলকাতা থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। তাহলি কি শিয়ালদা স্টেশন পাচারের হটস্পট হয়ে উঠছে? গত কয়েক মাসে শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে।
গত ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি। এর আড়াই মাস আগে, গত বছরের ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় দুটি সেভেন MM ও নাইন MM পিস্তল এবং ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। এবার ভরা শিয়ালদা স্টেশন থেকে বোঝাই করা অস্ত্র সহ এক ব্যক্তিকে ধরা হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।