রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : লাল কাপড় দেখাতেই তেড়ে আসছে ষাঁড় ! এমন ঘটনা স্পেনের অলিগলিতে আকচার। কিন্তু জলপাইগুড়িতে যে কী কারণে মেজাজ হারালেন একজন, তা ভাবার আগেই আহত ১। ভাইরাল সেই ভিডিও। যদিও এখানে ষাঁড় নয়, সাঁড়াশি অভিযান বাইসনের (Bison Attack in Jalpaiguri)।
দাপিয়ে বেড়াচ্ছে বাইসন
কৃষি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। আচমকাই গোয়ালঘরে ঢুকে পড়ে বাইসনটি। গবাদি পশুর সঙ্গে বাইসনকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। এখানেই শেষ নয়, দ্রুত গতিতে ছুটে গিয়ে একজন গ্রামবাসীকে আহত করে ওই বাইসনটি। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। জানা গিয়েছে, বাইসনের হামলায় আহত ওই গ্রামবাসীর নাম ননী রায়। আহত ব্যাক্তি মাজিয়ালি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বনারহাট ব্লকের নাথুয়া মাজিয়ালি বস্তিতে।
আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে
বাইসনটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছিল। মানুষের তারা খেয়ে একটি গোয়াল ঘরে ঢুকে পরে দলছুট বাইসনটি। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। এরপরেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাথুয়া রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা। জলপাইগুড়ি থেকে ডাকা হয় ট্রাঙ্কুইলাইজার টিমকে।
কেন লোকালয়ে আচমকা ছুটে এল বাইসনটি ?
বনকর্মীদের প্রাথমিক অনুমান, পাশের গরুমারা জঙ্গল থেকে বাইসনটি বেরিয়ে আসতে পারে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই জল তেষ্টার কারণে অথবা খাবারের সন্ধানে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে লোকালয়ে চলে এসেছে বাইসনটি। তবে শেষ অবধি পাওয়া খবর, সকাল থেকে গ্রামে ৬ ঘন্টা তাণ্ডব চালানোর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গলে ফিরে যায় দলছুট ওই বাইসনটি।
আরও পড়ুন, নববর্ষের আগে পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? হেরফের কোন শহরে ?
গতবছর জুলাই মাসেও এমন ঘটনার সাক্ষী হয়েছিল জলপাইগুড়ি।জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে দুটি দলছুট বাইসন (Bison) তাণ্ডব চালিয়েছিল বলে খবর স্থানীয় সূত্রে খবর আসে। জলপাইগুড়ির মাল (Mal) ব্লকের মীনগ্লাস চা বাগানে এই ঘটনা ঘটেছিল। মাল নদী (Mal River) এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে গিয়েছিলে তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছিলেন সেবার। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বনদফতরের (Forest Department) কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেছিলেন। দীর্ঘক্ষণের চেষ্টায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পেরেছিলেন বনকর্মীরা।