কলকাতা: ২ সপ্তাহ পার। এখনও পাক-কব্জায় রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের মেজাজ আরও তীব্র হওয়ায়, বন্দি জওয়ানের মুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের টানটান উত্তেজনা আরও বেড়েছে। আর এই পরিস্থিতিতে, পাকিস্তানে আটক এরাজ্যের BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ বেড়েছে তাঁর পরিবারের সদস্য়দের। এই পরিস্থিতিতে জল কোন দিকে গড়ায়, উদ্বেগে, উৎকণ্ঠায় সেদিকেই চেয়ে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের পরিবার। পাক-বাহিনীর হাতে বন্দি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, " এগুলো হয়ে আরও একটা ভয়ের বিষয় হয়ে গেল। এমনিতে ওঁকে ছাড়ানো মুশকিল ছিল। কথা চলছিল। তারপরে এই জিনিসটা হয়ে গেল। ওরা যে ছাড়বে, আমরা এখন সেই আশা দেখছি না, কিছুতেই এখন ছাড়বে না ওরা। কাল একজন স্যর এসেছিলেন। ওঁকে আমি অনুরোধ করেছি, স্যর, আমাদের যে ম্যাডাম সিএম আছেন, আমি ওঁর সঙ্গে ১০ মিনিটের জন্য দেখা করতে চাই। যে সমস্যাগুলো আছে, আমি বলতে চাই। যদি উনি কিছু সাহায্য করতে পারেন।'' পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? সেই উদ্বেগ যাচ্ছে না পরিবারের। ১৫ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি।
গত সপ্তাহে জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোটে গিয়েছিলেন। সঙ্গে ছিল ছেলে ও পরিবারের কয়েকজন সদস্য। সেখানে BSF-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের। পরিবার সূত্রে খবর, সাক্ষাতের পর কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়। পূর্ণমকুমারকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণমের স্ত্রী জানিয়েছিলেন আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে যতদিন কাটছে ততই বাড়ছে দুশ্চিন্তা। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। এর ফলে পূর্ণম ফিরতে পারেন বলে আশাবাদী তাঁরা। পাঠানকোট থেকে ফেরার পর রজনী বলেছিলেন, "আমি সন্তুষ্ট, আশাবাদী। বিএসএফ ফিরিয়ে আনবে বলেছে, আধিকারিকরা বলেছেন কথা চলছে।''