কলকাতা: বিধানসভায় গিয়ে ইস্তফা দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy Left TMC)। আর এরপরই, দুর্নীতি থেকে সন্দেশখালি নিয়ে দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। তাপস রায়ের তৃণমূল-ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


দলত্যাগ তাপস রায়ের: কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে, দলনেত্রীর নীরবতায় অভিমান এবং একরাশ উষ্মা প্রকাশ করে, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন তাপস রায়। সন্দেশখালিকাণ্ডে প্রথমবার বিধানসভায় মুখ খুলে, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গও এদিন শোনা গেল তাপস রায়ের মুখে।


লোকসভা ভোটের আগে দল ছাড়লেন তাপস রায়। অন্য কোনও দলে যোগ দেবেন? তাপস রায়ের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "তাপস রায়ের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব। আমাদের কাছে এলে, বিজেপির কিছু নিজস্ব নিয়ম-নীতি রয়েছে, আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে, আমরা জানিয়ে দেব।’’


 



দলত্যাগ প্রসঙ্গে তাপস রায় বলেন, “মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালি। তার পরের বিষয়, আমার বাড়িতে ED অভিযান। আজকে ৫২ দিন, দল আমার পাশে দাঁড়ায়নি।’’ তৃণমূলত্যাগী নেতা তাপস রায় বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়িতে ED-র অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ED টার্গেট করেছে সেটা বললেন।’’ ২০২৩ সালের ৮ই অক্টোবর,পুর নিয়োগ দুর্নীতি মামলায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় CBI। এনিয়ে, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে তাপস রায়ের বক্তব্যে। তিনি বলেন, “উনি (মুখ্যমন্ত্রী) অন্য কারও বাড়িতে ED অভিযানে গেলে, তাদের রান্নাঘরে যদি কৌটো-টৌটো, মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ED নাড়াচাড়া করে, আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রী-পুত্র-পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে, এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Loksabha Election 2024: নজরে সন্দেশখালির পরিস্থিতি, বসিরহাটের এসপি-কে তুলোধোনা নির্বাচন কমিশনের