সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক (Madhyamik 2023)। পরীক্ষার্থীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে অরিজিনাল অ্যাডমিট কার্ড  ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না অভিভাবকরা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। বিশেষ অ্যাপের মাধ্যমেও নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন বিলি করা হচ্ছে, কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে কি না, অভিযোগ আসছে কি না, যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।


আজ থেকে শুরু মাধ্যমিক: কড়া নিরাপত্তায় আর কয়েকঘণ্টা পর শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা। মধ্যশিক্ষা (West Bengal Board Of Secondary Education) পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের হেল্পলাইন নম্বরগুলি হল, 033-2321-3827, 033-2359-2274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল 033-2321-3089, পর্ষদের সচিবের দফতরের নম্বর 033-2321-3816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল, examwbbse@gmail.com। মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।


মাধ্যমিক শুরুর আগে চলতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে জানানো হয়েছে, "এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে ফল। ৪০ হাজার ৫০০ পরীক্ষক। এর মধ্যে প্রধান পরীক্ষক ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর রয়ছেন। ১২২৬টি সেন্টারের বন্দোবস্ত করা হয়েছে।''


মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করতে চাই আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশে একটাই কথা,এটি জীবনের প্রথম বড় পরীক্ষা ঠিকই। কিন্তু একমাত্র বড় পরীক্ষা নয়। আরও পরীক্ষা দেওয়ার রয়েছে। এখানে মন ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। ফলাফল নিশ্চয়ই ভালো হবে, আশা করা যায়।'এর পরেই তাঁর সংযোজন, 'আমরা ভালো করে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্র খুঁটিয়ে দেখেছি। ব্যবস্থাপনা ঠিক রয়েছে কিনা, দেখে নেওয়া হয়েছে। সার্বিক রিপোর্ট যা রিপোর্ট পাচ্ছি, তাতে আমরা বেশ উচ্ছ্বসিত।'  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এও জানান, আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেও পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। যেমন কলকাতায় ডায়ালিসিস নিতে আসা এক পরীক্ষার্থীর জন্য এখানেই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তবে সে জন্য ফিট সার্টিফিকেট এবং আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শেষ মুহূর্তের এই ধরনের যে কোনও প্রয়োজনের জন্য তৈরি পর্ষদ, জানান সভাপতি। সঙ্গে এও জানিয়ে দেন, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর সেই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৭।  


আরও পড়ুন: Malda News: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে তৃণমূলে ফাটল মালদায়