মুম্বই: সাড়ে ১৪ হাজার মহিলার ক্যান্সারের মতো লক্ষণ দেখা গিয়েছে। যা নিয়ে এবার শোরগোল মহারাষ্ট্রে। একটি সার্ভেতে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সরকার। সমীক্ষা অংশগ্রহণকারীদের মধ্যে দশ মহিলা ইতিমধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ আবিটকর বিধানসভায় জানিয়েছেন, সঞ্জীবনী প্রকল্পের অধীনে মহারাষ্ট্রের হিঙ্গোলিতে ১৪,৫০০ জনেরও বেশি মহিলার 'ক্যান্সারের মতো লক্ষণ' শনাক্ত করা হয়েছে। বিধানসভায় লিখিতভাবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত ৮ মার্চ থেকে একটি সমীক্ষা শুরু করা হয়েছিল। ২ লক্ষ ৯২ হাজার ৯৯৬ জন সেই সমীক্ষায় অংশ নেন। এই সমীক্ষায় একটি প্রশ্ন-উত্তর পর্ব ছিল। সমীক্ষা অংশগ্রহণকারীদের মধ্যে ১৪,৫০০ জনেরও বেশি মহিলার 'ক্যান্সারের মতো লক্ষণ' দেখা দিয়েছে। স্ক্রিনিং এবং পরীক্ষার পর তিনজনের জরায়ুর ক্যান্সার, একজনের স্তন ক্যান্সার এবং আটজনের মুখের ক্যান্সার ধরা পড়েছে। 

মন্ত্রী আরও জানিয়েছেন, মহিলাদের জন্য পৃথক ক্যান্সার হাসপাতাল তৈরির কোনও প্রস্তাব নেই। যদিও ক্যান্সার হয়েছে কিনা নির্ণয়ের জন্য গ্রামীণ এলাকায় স্বাস্থ্য শিবির এবং স্ক্রিনিং করা হয়ে থাকে। জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে রোগ নির্ণয়ের যাবতীয় সরঞ্জাম জোগানো হয়। এছাড়াও টাটা মেমোরিয়াল হাসপাতালের প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশেষ দল প্রতি মাসে দুবার বিশেষজ্ঞদের সঙ্গে ১১টি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আটটি জেলা হাসপাতালে ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টার শুরু হয়েছে। পাশাপাশি বাকি সব জেলায় এই সেন্টার তৈরির প্রক্রিয়া চলছে।