রাজা চট্টোপাধ্যায়, মোহন প্রসাদ ও রাজর্ষি দত্তগুপ্ত: দার্জিলিং, তরাই, ডুয়ার্সের ২০০-রও বেশি বাসিন্দা এখনও আটকে রয়েছেন আফগানিস্তানে। আর তা নিয়েই চিন্তায় পরিবারগুলি। যদিও তাঁদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে দাবি দার্জিলিংয়ের সাংসদের।


আফগানিস্তানে ফের উড়তে শুরু করেছে তালিবানের পতাকা। কাবুলের রাস্তায় এখন ফের কালাশনিকভ হাতে তালিবানিদের উদ্ধত ঘোরাফেরা। আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে মানুষের হুড়োহুড়ি। আকাশে থাকা প্লেন থেকে পড়ে যাওয়ার এই ছবি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। 


আফগান-সঙ্কটের এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন কাবুলে থাকা ভারতীয়দের আত্মীয়রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। সূত্রের খবর দার্জিলিং, তরাই, ডুয়ার্সের দুশোরও বেশি বাসিন্দা এই মুহূর্তে আটকে রয়েছেন আফগানিস্তানের একাধিক এলাকায়। 


দার্জিলিংয়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী দীপক সম্ভাঙ্গ। কাবুলে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।  তালিবানরা যখন গোটা দেশের দখল নিয়েছে, তখন প্রাণ বাঁচাতে কোনওরকমে আশ্রয় নিয়েছেন একটি ক্যাম্পে। 


আর ক্যাম্পের বাইরেই আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাফেরা করছে তালিবানিরা। তিনি বলেন, আমরা একটি ক্যাম্পে আটকে আছি। বাইরে ওরা ঘোরাফেরা করছে। আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। 


এই অবস্থায় চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কাবুলে আটকে যাওয়া দার্জিলিংয়ের বাসিন্দার ভাই মনোজ সুব্বা বলেন, দাদা আটকে আছে। কোথায় আছে, জানি না। সাতদিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না, চিন্তায় আছি। 


জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা নাজার খান ও নুরজাহান বিবির একমাত্র মেয়ে মারিয়ামের বিয়ে হয়েছে আফগানিস্তানে। গত কয়েকদিনে তালিবানের দাপাদাপি দেখে এখন মেয়ে-জামাইয়ের চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছে না পরিবার। তিনি বলেন,  জামাই মেয়ে বাচ্চারা থাকে। টেনশনে রয়েছি। ভয়েস কলে কথা হচ্ছে। ২০১৮তে শেষ এসেছিল।


এই পরিস্থিতিতে মঙ্গলবার আশ্বাসের সুর শোনা গিয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের গলায়। তিনি বলেন, ভারত সরকার সব চেষ্টা করছে সুরক্ষিত আনার। একটু ধৈর্য রাখুন।


কবে ফিরবে পরিজনরা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আফগানিস্তানে আটকে পড়াদের আত্মীয়দের মনে।