শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া। এই গানের সুর আকাশে বাতাশে। এই বারই প্রথম ভাওয়াইয়া লোকগানের কোনও শিল্পী পদ্ম পুরস্কার পেলেন। আর তাই স্বাভাবিক ভাবেই খুশি এই জেলার শিল্পী মহল।
কোচবিহারের মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন। ছোট বেলা থেকেই ভাওয়াইয়া গানের হাতে খড়ি। ধিরে ধিরে শিল্পি হয়ে ওঠা। ১৯৯৭-৯৮ সালের রাজ্য ভাওয়াইয়া উৎসবে প্রথম স্থান অধিকার করেছিলেন । গত ৩০ বছরের বেশি সময় ধরে আকাশবানীর শিল্পী । বর্তমানে রেডিওর এ গ্রেড শিল্পী তিনি। দুই ছেলের মা গীতা। স্বামী মনরঞ্জন বর্মন পেশায় স্কুল শিক্ষক।
বৃহস্পতিবার পদ্মশ্রী পাওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত তিনি। ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে । সকাল থেকেই তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির পরিচিত ও শুভানুধ্যায়ীরা। 'খবর পাওয়ার পর শরীর কাঁপছিল , এত বড় একটা সম্মান কোনদিন পাবেন ভাবেননি তিনি' পদ্মসম্মান পাওয়ার কথা শুনে প্রথম প্রতিক্রিয়া ৪৮ বছর বয়সী গীতার। শিল্পী বললেন, এই গানকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ, নতুন নতুন ছেলে মেয়েরা এই গানকে বাঁচিয়ে রাখবে এটাই চান মনেপ্রাণে। সরকারকে এ ব্যাপারে আরও এগিয়ে আসার আবেদন করবেন, বললেন তিনি। এই পুরস্কার পাওয়ার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন তার সংগীতের শিক্ষাগুরুদের। তাদের জন্যই তার এই সাফল্য বলে জানিয়েছেন তিনি। এই খবর পাওয়ার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর সঙ্গীতগুরুদের। তাঁদের জন্যই তার এই সাফল্য, বললেন ভাওয়াইয়া শিল্পী।
ভাওয়াইয়া গানের আঁতুড়ঘর রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলে গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল বেশি। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চালানোর সময় যে গান গাইতেন, তার সুর, ভাবের মধ্যে স্বকীয়তা ছিল। সেটাই ধীরে ধীরে রূপ নিয়ে একটা ঘরানার। এ বাংলায় ভাওয়াইয়া বেশি প্রচলিত বাংলার কোচবিহার ও অসমের গোয়ালপাড়ায়।
প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসেই প্রদান করা হবে পুরস্কার। এবার সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে ৫ জনকে। পদ্মভূষণ পাচ্ছেন ১৭ জন, যার মধ্যে বাংলা থেকে রয়েছেন ৩ জন। পদ্মশ্রী প্রাপকদের তালিকাতে একধিক ক্ষেত্রে সম্মানিত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টরা। ১১০ জনের মধ্যে ১১ জন পদ্মশ্রী প্রাপক এরাজ্যের বাসিন্দা। ২০২৪-এ বাংলা থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপকে।
আরও পড়ুন :
পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, পদ্মশ্রী 'গাছ দাদু' থেকে তাকদিরা, দেখে নিন বাংলার ১১ পদ্মপ্রাপকের তালিকা