নয়াদিল্লি: সংসদের আলোচনার দিনই জমমু-কাশ্মীরের হারওয়ানে অপারেশন মহাদেব। সেনার গুলিতে পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গির মৃত্যু। আর এমনই এক দিনে, পহেলগাঁও হামলার জন্য বড় প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। BSF-CISF ওইদিন কী করছিল ? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই গাফিলতির দায় নিতে হবে বলে, ক্ষমা চাইতে বললেন তিনি।

 

আরও পড়ুন, আমি কোনও হিন্দিভাষীকে কখনও বলেছি, বাংলা ছেড়ে চলে যাও ? এবার বড় প্রশ্ন মমতার

 এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রথমেই আমাদের দেশের সমস্ত সেনাকর্মী বীর জোয়ান, বায়ুসেনা, নৌসেনা বাহিনীর সকল সৈনিককে, সম্মান এবং স্যালুট জানাই। এদিন শহিদ সেনাকর্মীদেরও সম্মান জানিয়েছেন তিনি। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত বঙ্গসন্তান ঝন্টু আলি শেখের কথাও উল্লেখ করেন তিনি। সেনার স্পেশাল ফোর্সের নিহত ওই কমান্ডোকেও শ্রদ্ধা জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ওই চারদিন যদি আমাদের বীরসৈনিকরা, তাঁদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন, তবে অপারেশন সিঁদুর কিন্তু কখনও সার্থক হত না। এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর। এ লড়াইয়ের কোনও ভাগাভাগি হয় না। একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেখবে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে, চারজন জঙ্গি, হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু, তাঁদের পরিবার, স্থানীয় মানুষ এবং সকল ভারতবাসীকে, শোকাহত করেছে। সেই ছাব্বিশ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের। কলকাতার দুজন বাসিন্দা বিতান অধিকারী, সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মনিষ রঞ্জন মিশ্র।'

এরপরেই তোপ দাগেন তিনি। বলেন, 'অবাক হওয়ার মতো বিষয় হল, এই সন্ত্রাসবাদী হামলাকারীরা কীকরে সেদিন ওখানে এল ? ৪ জন জঙ্গি সেখানে এসে, ২৬জনকে গুলি করে চলে গেল ?! আমাদের BSF কী করছিল ? আমাদের CISF কী করছিল ? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন ? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ ? আজকে তাঁদের গাফিলতির জন্য, BSF -CISF এর গাফিলতির জন্য, ২৬ জন প্রাণ হারিয়েছেন। চার জন জঙ্গি হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল। আর আমাদের BSF-CISF জোয়ানরা বসে বসে দেখল। এত অপদার্থ হোম মিনিষ্ট্রি বোধহয় কখনও কেউ দেখেনি। এই যে সেনারা ছিল না, তার দায়-দায়িত্ব কে নেবে ? এর দায়-দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে। এর দায়-দায়িত্ব নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের কাছে, হাতজোড় করে ক্ষমা চান, যে আপনাদের গাফিলতিতে, ২৬ জন লোক মারা গেছে।'