নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। যার পাল্টা সামরিক অভিযান অপারেশন সিঁদুরের মাধ্যমে আক্রমণ করা হয় পাকিস্তানের উপরও। সামরিক শক্তি প্রদর্শনে নামে পাকিস্তানও। গত ১০ মে-র সেই ঘটনায় পাকিস্তান ব্যবহার করেছিল ড্রোন ও গোলাবারুদ। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান জানালেন সামরিক শক্তি দেখানোর চেষ্টা করলেও ভারতের সামরিক বা বেসামরিক পরিকাঠামোর কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান।
চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, "১০ই মে অপারেশন সিন্দুরের সময়, পাকিস্তান নিরস্ত্র ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করেছিল। তবে এর মধ্যে কোনওটিই ভারতের সামরিক বা অসামরিক পরিকাঠামোর ক্ষতি করতে পারেনি। বরং প্রায় সব কটি নিষ্ক্রিয় করা হয়েছিল। আবার কোনওটি অক্ষত অবস্থাতেও উদ্ধার করা হয়।'' যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে, অনিল চৌহান বলেন, "ড্রোন কি যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আনছে নাকি বিপ্লব আনছে? আমি মনে করি উন্নতির যেমন হয়েছে তেমনই ব্যবহারিক দিক থেকে বিপ্লবও এসেছে। পাশাপাশি ব্যবহাররে পরিধিও বেড়েছে। ইতিমধ্যেই দেখেছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সেনাবাহিনী।''