কলকাতা: কবে পঞ্চায়েত ভোট হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল রাজ্য-রাজনীতির অন্দরে। প্রশ্ন ছিল রাজ্য নির্বাচন কমিশন নিয়েও। কারণ ২৮ মে-এর পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। এদিকে পঞ্চায়েত ভোটে পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনার ছাড়া এই কাজ সম্ভব নয়। এদিকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন ছিল রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে। প্রাক্তন মুখ্যসচিব তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার রাজীব সিন্হার (Rajiv Sinha) নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। কিন্তু দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবশেষে ৭ জুন সেই নামে সিলমোহর দেয় রাজভবন। তারপরেই দায়িত্ব গ্রহণ করেন তিনি। ঠিক তার পরদিনই, ৮ জুন ঘোষণা করে দেওয়া হল রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। আর এই বিষয়টি নিয়েই সরব হয়েছে বিরোধী দলগুলি। সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা করা ক্ষোভ উগরে দিয়েছে তারা। 


ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করা হল। এই প্রথমবার সর্বদলীয় বৈঠক না ডেকেই, ব্লক, জেলা ও রাজ্য স্তরে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল।' যদিও সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন সর্বদলীয় বৈঠক ডাকতেই হবে আইনে এমন কিছু নেই। 


ভোট ঘোষণার পর মনোনয়নের সময়, নিরাপত্তা- সব কিছু নিয়েই তোপ দেগেছেন বিরোধীরা। রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নিরাপত্তা পরিচালনার দাবি বিরোধীদের। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কটাক্ষ, নবজোয়ার যাত্রায় তৃণমূলের দলীয় ভোটের সময়েই বিশৃঙ্খলা, ব্যালট লুঠ ঠেকাতে পারছে না রাজ্য় পুলিশ। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটে কীভাবে রাজ্য পুলিশ নিয়ে নিরাপত্তা সম্ভব, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'মানুষকে অসুরক্ষিত রেখে নির্বাচনের চিন্তাভাবনা চলছে। বিরোধী দলগুলি নিয়ে সর্বদলীয় বৈঠক নেই, নির্বাচন ঘোষণা করে দিলাম? আমরাও তৈরি আছি, সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট হতে পারে না। ৩ হাজার পুলিশ দিয়ে, অভিষেকের ব্যালট রক্ষা করতে পারছে না।'


রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির এজলাসে বেলা ১২টায় শুনানি। মামলা করেছে কংগ্রেস। কংগ্রেস ও বিজেপির আবেদন মঞ্জুর। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি মামলকারীর। অনলাইনে মনোনয়ন জমারও আবেদন।


আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস