সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাঝে বেশ খানিকটা অপেক্ষা করানোর পর শেষমেশ দেশে হাজির হয়েছে বর্ষা (Monsoon in India)। এবার তা বঙ্গে এল বলে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। কিন্তু একইসঙ্গে নিচের দিকের জেলায় তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। কিন্তু স্বস্তির খবর এই যে, তাপপ্রবাহের মাঝেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।


কেরলে ঢুকেছে বর্ষা


প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ সাধারণত হয় ৭ই জুন। এদিকে, ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। বাংলায় এবার সামান্য দেরিতে বর্ষার (Monsoon in West Bengal) আগমন হচ্ছে। প্রায় এসে পড়লেও দক্ষিণবঙ্গে ঠিক কবে ঢুকবে বর্ষা, এখনও জানায়নি আবহাওয়া দফতর।


আপাতত অস্বস্তিই দক্ষিণবঙ্গে


দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave Prediction) সতর্কতা থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।


যদিও শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।


উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি


উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। যদিও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।


আরও পড়ুন- ফিরল ট্রেন-আতঙ্কের আবহ, পুরী-দুর্গ এক্সপ্রেসের এসি কোচে আগুন


কেমন থাকবে কলকাতা আবহাওয়া


কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৯ শতাংশ।


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার