কলকাতা: ফের মদনের (Madan Mitra) নিশানায় রাজ্যপাল, পিস রুমকে সেফ হাউস বলে আক্রমণ। 'আমার কাছে এলে ছুঁতে পারবে না, তাই পিস হাউস নয়, সেফ হাউস।' রাজভবনেও পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বেপরোয়া মদন মিত্র। রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই মদন মিত্রর। 


ফের মদনের নিশানায় রাজ্যপাল: ভোটের আগে বাংলায় বেলাগাম সন্ত্রাস। অভিযোগ নিতে বেনজিরভাবে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নাম দেওয়া হয়েছে, পাবলিক পিস রুম। রাজভবনে অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com ও 033-2200-1641 নম্বরে। অভিযোগ পাওয়ার পরেই পাঠানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে। খবর সূত্রের। আর এই ইস্যুকেই হাতিয়ার করে ফের রাজ্যপালকে বেনজিরভাবে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 



এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'সওকত, আরাবুল, উদয়ন গুহেরও জীবন বিপন্ন, সেফ হাফসে নেবেন? ওটা পিস হাউস না সেফ হাউস। এবার রাজ্যপাল দায়িত্ব নিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন কোথায় কোথায় কী পাঠাতে হবে। লজ্জা করছে না?  সেফ হাউসে আমাকে নিন। আমার তো সবচেয়ে বেশি জীবনের রিস্ক আছে। নেবেন আপনি? শুভেন্দু অধিকারী যে নোটগুলো দেবেন, সেইগুলো আপনার সেফ হাউসে ঢুকবে। রাজ্যপালের গেটের উপর আমাদের লোক পাহারায় থাকবে। আমরা দাবি করছি রাজ্যপালের গেটের সিসিটিভি বাইরে থেকে মারা হোক। কারা কারা সেফ হাউসের নামে আর্মস হাউস বানাতে চাইছে।' 


এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) বেনজির আক্রমণ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। পঞ্চায়েত ভোটের আগে (Panchayat Elections 2023) অশান্তির জেরে একদিন আগে ভাঙড় গিয়েছিলেন রাজ্যপাল। যাবতীয় কর্মসূচি বাতিল করে এবার ক্যানিংয়েও গিয়েছিলেন তিনি। সেই আবহেই রাজ্যপালকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তাঁর কথায়, "রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। কিন্তু আগে জানতাম শকুন থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে। এখন দেখছি, শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে।"  রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মদন। বলেন, "রাজ্যপাল না হরিদাস পাল! ওঁর চেয়ে পরেশ পালের স্ট্যান্ডার্ড ভাল। রাজভবনে থাকেন, কিন্তু নজর ভাগাড়ে। ইডি-সিবিআই-কে বলব, রাজ্যপালের বাড়িতে তল্লাশি চালান। প্রচুর বোমা পাওয়া যাবে। ওখান থেকে বিজেপি-র মাল সরবরাহ হচ্ছে। ১০ তারিখ দেখবেন, মুখো কালো কাপড় বেঁধে...আয় রাজ্যপাল দেখে যা, মমতার ক্ষমতা।"


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি